Published on: সেপ্টে ৪, ২০২০ @ ১৭:৩৫
Reporter: Biswajit Panda
নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: পিংলায় বৃহস্পতিবার রাতে এক যুবকের খুনের ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। নিহত ওই যুবক তৃণমূল যুব কংগ্রেস কর্মী সন্দীপ সুর। অভিযোগ, মাসির থেকে রাতে বাড়ি ফেরার পথে তাকে খুন করেছে এক দল দুষ্কৃতী। খুনিরা বিজেপি আশ্রিত বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেক অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পাঁচবেড়িয়া এলাকায়। তৃণমূল কংগ্রেসের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।
জানা গিয়েছে, খুন হওয়া যুবকের বাড়ি পিংলা থানার এক নম্বর কুসুমদা অঞ্চলের বেলাড়গ্রামে। সন্দীপের মা বর্ণালী সুর অভিযোগ করে বলেন তৃণমূল করার জন্য তার ছেলেকে বিজেপির লোকেরা খুন করেছে। একই অভিযোগ করেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরতি। তিনি বলেন শান্ত পিংলা এলাকাকে অশান্ত করে তোলার জন্য বিজেপি সন্দীপের মত একজন যুবককে নৃশংস ভাবে খুন করেছে। তিনি খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
পিংলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২২ বছর বয়সী তৃণমূল যুব কংগ্রেস কর্মী সন্দীপ সুরের মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি বলেন ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় বিজেপি হিংসার রাজনীতি শুরু করেছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। দল মৃত তৃণমূল যুব কংগ্রেস কর্মীর পরিবারের পাশে থাকবে বলে তিনি জানান।
Published on: সেপ্টে ৪, ২০২০ @ ১৭:৩৫