
সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: মার্চ ১৬, ২০১৮ @ ২৩:১৪
এসপিটি নিউজ, শালবনী, ১৬ মার্চঃ বাড়ি থেকে তৈরি হয়েই বেরিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিক মহাদণ্ড।শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা। ময়না-লালাগড় বাসে চেপে শালবনীতে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের উদ্দেশ্যে রওনা দেয়। গন্তব্যস্থলে এসে ব্যাগ না নিয়ে নেমে পড়ে। তারপর যা হয় সেটা ঋত্বিকের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।কোনওদিন সে এই দিনটির কথা ভুলতে পারবে না।
জানেন কেন? শুনুনু এই মাধ্যমিক পরীক্ষার্থী ঋত্বিকের মুখ থেকেই। এই মাধ্যমিক পরীক্ষার্থী বলেন, বাস থেকে নেমেই বুঝতে পারি বাসে আমার ব্যাগটি ফেলে এসেছি। ততক্ষণে বাসটি ছেড়ে চলে গেছে। ব্যাগে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কলম, পরীক্ষার সামগ্রী রয়েছে। তাহলে এখন কি হব! এই ভেবে মনটা খারাপ হয়ে যায়। মনে হয়, আমার বোধ হয়, আর পরীক্ষায় বসা হবে না। আর তখন নজর যায় রাস্তায় ডিউটি করছে একজন সিভিক পুলিশ। আমি তাকে গিয়ে গোটা ঘটনা জানাই।সে একটি বাইকে আমাকে বসিয়ে বাসটিকে ধরতে ছুট দেয়। ১০ কিমি পথ গিয়ে বাসটিকে ধরা সম্ভব হয়। বাস থেকে ব্যাগটি উদ্ধার করে ফের সেই সিভিক পুলিশ আমাকে তার বাইকে বসিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়।
পরীক্ষা সে ভালোভাবেই দিয়েছে বলে জানায় শালবনীর কর্ণগড় অঞ্চলের কুতুরিয়া গ্রামের বাসিন্দা ঋত্বিক। একই সঙ্গে সে এটাও জানিয়ে দেয় ঐ সিভিক পুলিশ যদি তাকে এদিন সাহায্য না করত তাহলে পরীক্ষায় বসাই হত না। তাই এই দিনটি কোনওদিন সে ভুলতে পারবে না। পারবে না ঐ সিভিক পুলিশের সাহায্য।
Published on: মার্চ ১৬, ২০১৮ @ ২৩:১৪