Published on: অক্টো ১১, ২০২১ @ ২১:০৬
এসপিটি নিউজ, কলকাতা, ১১ অক্টোবর: মায়াপুরে ‘টেম্পল অব ভেদিক প্ল্যানেটরিয়ামে মহা সমারোহে স্থাপন হতে চলেছে শ্রীল প্রভুপাদের মূর্তি। আগামী ১৫ অক্টোবর শুক্রবার এই উপলক্ষ্যে মায়াপুর ইসকন চত্বরে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে বৈচিত্র্যপূর্ণ নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হহয়েছে। অনুষ্ঠানের সূচনা আগের দিন অর্থাৎ ১৪ অক্টোবর বৃহস্পতিবার হবে। তবে শ্রীল প্রভুপাদের নতুন মূর্তি প্রতিষ্ঠিত হবে ১৫ অক্টোবর।
১২৫ কলস, প্রদীপ, ঘণ্টা, শঙ্খ এবং পতাকা অর্পণের সময় প্রভুপাদ উত্সব মুর্তি, নিত্যানন্দের পাড়ুকাস এবং নৃসিংহের সাতারি সহ হাতির মিছিলটি টেম্পল অব ভেদিক প্ল্যানেটরিয়াম বা টিওভিপি অফিসে এগিয়ে আসবে। সেখানে শ্রীল প্রভুপাদের বিজয় পতাকা উত্তোলন করা হবে।
মন্দির প্রাঙ্গনে কীর্তন মেলা হবে, যেখানে এইচ এইচ লোকনাথ মহারাজার মহা কীর্তন অনুষ্ঠিত হবে। এইচজি ব্রজবিলাস দাস স্বাস্তি ভ্যাকানামের শুভেচ্ছা বিনিময় – মায়াপুর গুরুকুল কর্তৃক শুভেচ্ছা জানানোর পর্ব হবে। হবে রথোৎসব যজ্ঞ। সেখানে উপস্থিত থাকবেন এইচজি অম্বরিশ দাস, এইচজি সভহা সেবাদাসী, এইচজি গোপাল কৃষ্ণ গোস্বামী, এইচজি জাহ্নবি দাস সহ অনেকে। ইসকন নেতৃবৃন্দ এইচ এইচ জয়পতাকা উত্তোলনের মাধ্যমে মহা অভিষেক অনুষ্ঠান দ্বারা শ্রীল প্রভুপাদের নয়া মূর্তির উন্মোচন করবেন, সেখানে পাঁচ ধরনের অভিষেক অনুষ্ঠিত হবে। থাকছে শ্রীল প্রভুপাদের গুরু পূজা এবং কীর্তন ।
আগের দিন কীর্তন, আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল।
Published on: অক্টো ১১, ২০২১ @ ২১:০৬