মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুধর্মের জন্য যা করেছেন অন্য কোনও মুখ্যমন্ত্রী তা করেননি, দাবি অভিষেকের

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                           ছবি-বাপন ঘোষ

Published on: জুলা ২৮, ২০১৮ @ ২১:৩৩

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৮জুলাইঃ বিজেপির তাসেই বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের তোষণ করছে প্রায়ই এই অভিযোগ তোলেন বিজেপির নেতারা। তাই শনিবার মেদিনীপুর কলেজ মাঠের সভায় দাঁড়িয়ে এই ইস্যুকেই সামনে নিয়ে এসে বিজেপিকে কড়া বার্তা দিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর জোরালো দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুধর্মের জন্য যা করেছেন অন্য কোনও মুখ্যমন্ত্রী তা করেননি।

এই বিষয়ে এদিন অভিষেক ঠিক কি বললেন দেখে নেওয়া যাক-

১) যাঁরা ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করছেন আমি দায়িত্ব নিয়ে বলি-মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা, ফুরফুরা শরিফের উন্নতি যেমন করেছেন তেমন হিন্দুধর্মের জন্যও করেছেন। তিনি হিন্দুধর্মের জন্য যা করেছেন তা অন্য কোন ও মুখ্যমন্ত্রী করতে পারেননি।

২)আমাদের হিন্দুদের বাৎসরিক মিলন কেন্দ্র গঙ্গাসাগরে আমূল পরিবর্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছে।

৩) আমাদের দক্ষিনেশ্বরে স্কাইওয়াক তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধায়।

৪)তারকেশ্বরে বিপুল পরিমাণ অর্থ খরচ করে মন্দিরকে উন্নত্মানের কে করেছে-মমতা বন্দ্যোপাধ্যায়।

৫)দুর্গাপুজোকে কার্নিভালের রূপ দিয়ে বিসর্জন যাত্রা বা শোভাযাত্রাকে দৃষ্টিনন্দন কে করেছেন-মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন-দিলীপবাবুরা বড় বড় ভাষণ দিচ্ছেন-এবার বাংলা পারলে সামলা। আমি বলি-আগে প্যান্ডেল সামলা তারপর ভাবিস বাংলা।

Published on: জুলা ২৮, ২০১৮ @ ২১:৩৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 67 = 77