
Published on: জানু ২৪, ২০১৮ @ ২১:৪১
এসপিটি নিউজ ডেস্কঃ আমাদের জীবনে কৃষির গুরুত্ব কোনওভাবেই অস্বীকার করা যায় না। অথচ আশ্চর্যজনকভাবে এতদিন সেই কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কৃষি গবেষণা কেন্দ্র-র উপস্থিতি দেখা যেত না রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। এতদিন বাদে সেই অপবাদ ঘুচতে চলেছে।
কৃষি বিভাগের গবেষণা পরিচালনা করে যারা, সেই ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (আইসিএআর), প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথমবারের মতো উপস্থিত হবে। তাদের মূল থিম- কৃষিতে একত্রিত হওয়া, যার মূল লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা।
একটি অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী, আইসিএর বিশেষভাবে মিশ্র চাষ এবং সুখ চাষাবাদের দিকটি দেখিয়েছে। আইসিএআর চাষিদের জন্য ভাল আয় নিশ্চিত করতে সহায়ক হবে এমন একত্রীকৃত চাষ প্রদর্শন করতে চেয়েছিল। এই সময়, ২৬ জানুয়ারি প্যারেডে, মোট ২৩টি ট্যাবলো থাকবে।
Published on: জানু ২৪, ২০১৮ @ ২১:৪১