Published on: ফেব্রু ৭, ২০১৮ @ ১৬:১৯
এসপিটি ফিল্ম ডেস্কঃ এ এক মহাজ্বালা হয়েছে আমাদের দেশের চলচ্চিত্র নির্মাতাদের।একটু বিতর্কিত কিছু যদ চবিতে দেখায় তাহলে আর রুক্ষা নেই। তাদের বিরুদ্ধে একশ্রেণি রে-রে করে উঠছে। রীতিমতো তাণ্ডব করে সব ভন্ডুল করে দিচ্ছে। গুজরাট-রাজস্থান-উত্তরপ্রদেশে এসব একটু বেশি পরিমাণে হচ্ছে। পদ্মাবত ছবিটি নিয়ে কি হল তা তো আমরা সকলেই দেখলাম। দেখলাম আইনকে বুরো আঙুল দেখিয়ে কি তান্ডবটাই না করল করণি সেনার দল। কেউ কিছুই করতে পারল না। কত টাকার সম্পত্তি নষ্ট হল তার ইয়ত্তা নেই। তার জের কাটতে না কাটতে ফের মনিকর্ণিকা-দ্য কুইন অফ ঝাঁসি বিতর্কের কেন্দ্রে।এই ছবিটি নিয়ে ফুঁসছে রাজস্থানের ব্রাহ্মণসভা। ফলে ছবিটি মুক্তিপ্রাপ্তির দিন পিছিয়ে দেওয়া হল।
এখনও ছবির শ্যুটিং চলছে। ছবি নির্মাতারা দাবি করেছেন খুব শীঘ্রই শেষ হয়ে যাবে শ্যুটিং। এরপর ছবিটির পরবর্তী পর্যায়ের কাজ শুরু হবে।ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর উপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছে।ছবিটির মুক্তির তারিখ নিয়ে দীর্ঘিদিন ধরে একটা টালমাটাল অবস্থা চলছিল কিন্তু এখন ঠিক হয়েছে ছবিটির মুক্তির দিন ৩ আগস্ট স্থির করা হয়েছে। প্রথমে ছবিটি ২৭ এপ্রিল মুক্তিপ্রাপ্ত হবে বলে ঠিক ছিল। জিন্তু পরে সেই তারিখ পরিবর্তন করে পিছিয়ে দেওইয়া হল। কারণ হিসেবে বলা হয়েছে, চলচ্চিত্রটির ভিএফএক্স-এর উপর অনেক কাজ বাকি আছে।
খবরে প্রকাশ, ছবিটির শ্যুটিং খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। এর পর পরবর্তী কাজের জন্য একটু সময় লাগবে। খবরের সূত্র অনুসারে এপ্রিল মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশেষ কারণের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে।
রানী লক্ষ্মীবাঈ-এর ভূমিকায় অভিনয় করার জন্য কঙ্গনা রাউত অনেক কঠোড় পরিশ্রম করেছেন।এই ছবিতে অভিনয়ের জন্য তিনি তরবারি চালানো ও ঘোড়সওয়ারির প্রশিক্ষণ নিয়েছেন।শ্যুটিং চলার সময় তিনি বেশ কয়েকবার জখমও হয়েছেন।দীর্ঘদিন ধরে রানী লক্ষ্মীবাঈয়ের উপর কোনও বলিউড চলচ্চিত্র না থাকায় চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে এই ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছে।
কিন্তু প্রশ্ন কেন এই টালমাটাল? ছবি নির্মাতারা মুখে কিছু না বললেও একটি চলচ্চিত্র সাইটে প্রকাশিত খবরের সূত্র থেকে জানা গেছে, ছবিটির শ্যুটিং চলছে এখন রাজস্থানে। ছবিটিতে লক্ষ্মীবাঈয়ের ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাউত। ছবিতে কঙ্গনাকে যেভাবে সাজানো হয়েছে সেই সাজ নিয়ে আপত্তি প্রকাশ কছেন রাজস্থানের ব্রাহ্মণসভা। এমনকী ছবির গল্প নিয়েও প্রশ্ন তুলেছেন এই ব্রাহ্মণসভার সদস্যরা।
ইতিমধ্যে তাঁরা রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন।ব্রাহ্মণসভার অভিযোগ, ঝাঁসির রানী লক্ষীবাঈ একজন ব্রাহ্মণ ছিলেন। এই সিনেমায় তাঁর ভুল ছবি দেওয়া হয়েছে। এমনকি, ছবিতে ঝাঁসির রানীর সঙ্গে এক ইংরেজ যুবকের সম্বন্ধ দেখানো হয়েছে, যা অত্যন্ত নন্দনীয়। এসব কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এসব বাদ দিয়ে তারা যদি ছবি করে এবং তারা যদি একটি আইনানুগ কাগজে লিখিতভাবে জানায় যে ছবিতে কোনও আপত্তিজনক কিছু থাকবে না তাহলে তারা কিছু করবে না। তা না হলে তারা যা চুপ করে বসে থাকবে না সেকথাও জানিয়ে রেখেছে ব্রাহ্মণসভা।
ঐ চলচ্চিত্র সাইটের সূত্র অনুযায়ী, ছবিটি যে বই-এর কাহিনি থকে নিয়ে করা হয়েছে সেই বইটিকে আগেই উত্তরপ্রদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তাহলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিষিদ্ধ করে দেওয়া বই-এর কাহিনি থেকে কেন এমন ছবি করার ঝুঁকি নিলেন নির্মাতারা?
ছবিতে কঙ্গনা রানাউত রানী লক্ষীবাঈ-এর ভূমিকায় অভিনয় করছেন। এজন্য তাঁকে তরবারি ও ঘোড়সওয়ারির প্রশিক্ষণ নিতে হয়েছে। এমনকি, শ্যুটিং চলার সময় তিনি কয়েকবার আহত হয়েছেন। তিন ছাড়াও অঙ্কিতা লোখন্ডেও এক গুরুত্বপূর্ণ ভূমিকাইয় অভিনয় করছেন।ছবিতে তিনি লক্ষীবাঈ-এর বান্ধবী ঝলকারি বাঈ-এর ভুমিকা পালন করছেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি নিজের ব্যাপারে জানাতে গিয়ে বলেছেন, কঙ্গনা এই ছবিতে এক হিরোর ভূমিকা পালন করবেন। আর আমাকে ও হিরোইন হিসেবে নিয়ে এসছে। তিনি আরও বলেন, ‘ছবিতে অভিষেক হওয়াটা কঠিন নয়, কিন্তু উপযুক্ত প্ল্যাটফর্ম পাওয়াটা খুব জরুরী… যা আমার মিলেছে। আমি এই ছবিতে ঝলকারি বাঈ-এর ভুমিকায় থাকছি, যিনি ছবির এক সুন্দর অংশও বটে। আমি আমার চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছি।’
Published on: ফেব্রু ৭, ২০১৮ @ ১৬:১৯