
সংবাদদাতা– বাপ্পা মন্ডল
Published on: জুলা ৬, ২০১৯ @ ২৩:৪৮
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৬জুলাই: রাতে দোকানের সামনে দাঁড়িয়ে দুই যুবক মদ পান করছিল। আর তা দেখে নিজের মনোহরী দোকান থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করেছিল মালিক সত্যব্রত দে। প্রকাশ্য রাস্তায় দোকানের সামনে দাঁড়িয়ে মদ খেতে নিষেধ করেছিলেন তিনি। আর সেটাই হয়ে গেল তাঁর ‘অপরাধ’। প্রথমে চলে গেলেও পরে দলবল নিয়ে এসে চড়াও হয় মদ পান করা যুবকের দল। লাঠি ও মদের বোতল দিয়ে প্রহার করে দোকান মালিক ও তার কর্মচারীকে।শুক্রবার রাতে মেদিনীপুর শহরের মিরবাজার এলাকার মল্লিকচকে এই ঘটনা ঘটেছে।
অভিযোগ, মদ খাওয়ার প্রতিবাদ করায় যুবকরা প্রথমে পালিয়ে যায়। পরে একটি মারুতি ভ্যানে চেপে দলবল নিয়ে এসে দোকান মালিক সত্যব্রত দে-র উপর চড়াও হয়।এই সময় কর্মচারী অনীশ মুরারকা বেরিয়ে এসে মালিককে বাঁচাতে যায়। তগাদের দু’জনকেই ওই যুবকরা লাঠি-রড দিয়ে মারতে থাকে। বিয়ারের বোতল দিয়ে এই সময় সত্যব্রত দে-র মাথায় আঘাত করা হলে তাঁর মাথা ফেটে যায়।গুরুতর আহত হয় অনীশ। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ফেলে যায় মারুতি ভ্যানটি। তবে পালানোর সময় তারা দোকানের ৯৫ হাজার টাকা এবং অনীশের গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালায়।
এই ঘটনার পর শনিবার আক্রান্তরা কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করেন। গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এলাকার ব্যবসায়ীরা। বড়বাজার ব্যবসায়ী সমিতির সাফ কথা, দুষ্কৃতীদের না ধরলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। সেই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে আগামীকাল মল্লিকচক অবরোধ ও বড়বাজার বনধের ডাক দিয়েছে। রাতের শহর৩এ এ ধরনের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনও পর্যন্ত একজন দুষ্কৃতীও ধরা না পড়ায় পুলিশি নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছে ব্যবসায়ীরা।
Published on: জুলা ৬, ২০১৯ @ ২৩:৪৮