
Published on: মে ১, ২০২১ @ ১৭:৫৪
এসপিটি নিউজ, বারাকপুর, ১ মেঃ আগামিকাল ভোট গণনা। ঠিক রাত আগের দিন একেবারে প্রকাশ্যে চলল বোমাবাজি। নৈহাটি স্টেশন সংলগ্ন রেল মাঠের কাছে। পর পর বোমার আওয়াজে কেঁপে ওঠে আশপাশের এলাকা। আতঙ্কে মানুষজন ঘরে ঢুকে যায়। বন্ধ হয়ে যায় দোকান-পাট। রেল পুলিশ ও নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, আজ শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে একটার মধ্যে এক দল অজ্ঞাত পরিচয় যুবক বাইকে চেপে এসে নৈহাটি স্টেশন সংলগ্ন এলাকায় রেল মাঠের কাছে পর পর বোমা বাজি করে বাইক চালিয়ে চলে যায়। বাইকে করে আসা যুবকরা সাত থেকে আটটি বাইকে করে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে। তারা সকলেই মুখে মাস্ক পরে ঢেকে রেখেছিল। তারা বাইক দাঁড় করিয়ে নেমে বোমা ছুঁড়তে শুরু করে।
ঘটনার পরেই সেখানে পুলিশ আসে। তবে একজন দুষ্কৃতীকারীকেও সেই সময় পাওয়া যায়নি। পুলিশ আসার আগেই তারা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। কাজেই সেখানে গোটা ঘটনাটাই ধরা পড়েছে। কাজেই পুলিশের তদন্তে অনেকতাই সুবিধা করে দেবে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ। এই ফুটেজ দেখে দুষ্কৃতীকারীদের সনাক্ত করা সহজ হবে।
Published on: মে ১, ২০২১ @ ১৭:৫৪