ভোটের দিনে বুথের সামনে আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি! দেখুন ভিডিও

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ১২, ২০১৯ @ ১৮:৪৫

এসপিটি নিউজ, পুরুলিয়া, ১২মে: এবারের নির্বাচনে চতুর্মুখী লড়াই হলেও বিতর্ক, হিংসা, মারামারি সবেতেই আলোচনার কেন্দ্রবিদুতে থাকছে দুই দল তৃণমূল কংগ্রেস আর বিজেপি।সকালে দেখা গিয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ নিরাপত্তা রক্ষী নিয়ে বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে পড়ায় তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসনকে এফআইআর করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এবার বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ উঠলো আসানসোল পুরসভার তৃণমূলের মেয়র জীতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে।

রবিবার নির্বাচনের দিনে সকালের দিকে মেয়র জীতেন্দ্র তেওয়ারিকে দেখা গেল পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের রানীপুর স্কুলের বুথের সামনে।অভিযোগ মেয়র বহিরাগত লোকজনকে নিয়ে স্কুলের বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। তিনি কেন এখানে?

প্রশ্ন শুনেই বলে উঠলেন- কেন আমি আসতে আপ্রি না। আমার এখানে অনেক আত্মীয়-স্বজন আছে। তাদের তোপ অসুবিধা হতেই পারে। তা আমি এখানে আসতে পারি না। আমি ভোটের কোনও কাজে না থাকলেই হল। আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। এরপর তিনি মানতেই চাইলেন না তিনি পুরুলিয়ায় এসেছেন। সমানে বলে গেলেন- এটা আসানসোল। এটা আসানসোল। তাকে যত বলা হয়েছে এটা আসানসোল নয় এটা পুরুলিয়া জেলার রঘুনাথপুর ব্লকের মধ্যে পড়ে নিতুড়িয়া। এরপরও তাঁকে সমানে বলতে দেখা যায়- এটা আসানসোল। এরপর দেখা যায় গাড়ির চালককে গাড়ি স্টার্ট দিতে নির্দেশ দিচ্ছেন।

Published on: মে ১২, ২০১৯ @ ১৮:৪৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

75 − 66 =