
-
“ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ফিরদৌসকে গ্রেফতারের দাবিও তুলল বিজেপি।”
-
দিলীপ ঘোষের কটাক্ষ-“কাল হয়তো ইমরান খানকেও প্রচারে ডাকবে তৃণমূল।”
-
বাংলাদেশের উপ-দূতাবাসে ডেকে পাঠানো হল ফিরদৌসকে।
Published on: এপ্রি ১৬, ২০১৯ @ ১৭:৪৮
এসপিটি নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনল বিজেপি। মঙ্গলবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আনল গুরুতর অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের সমর্থনে প্রচারে আসেন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা ফিরদৌস। আর তা নিয়েই নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ এনে বিজেপি প্রশ্ন তুলেছেন ভারতের নির্বাচনে কিভাবে একজন বিদেশি সেলিব্রিটিকে দিয়ে প্রচার করানো হল? ওই সেলিব্রিটি ভিসা আইন লঙ্ঘন করেছেন এমন অভিযোগও তুলে তাঁকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।অবস্থা গুরুতর বুঝে বাংলাদেশ সরকার ফিরদৌসকে ফিরে যেতে নির্দেশ দিল।
প্রশ্ন তুলল বিজেপি
1) এবারের লোকসভা নির্বাচনে সারা দেশে এই প্রথম কোনও একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট প্রচারে বিদেশি সেলিব্রিটিকে নামানোর গুরুতর অভিযোগ উঠলো। রায়গঞ্জে তৃণমূলের ভোট প্রচারে এসে এক রোড-শো করেন ফিরদৌস। তিনি তৃণমূলের এক জনসভায় বক্তব্যও রাখেন। যেখানে তিনি ভোটারদের তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানান।
2) এই ছবি ও ভিডিও নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয় বিজেপি। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকও এ বিষয়ে রিপোর্ট তলব করেছে। একজন বিদেশি কিভাবে ভারতের সাধারণ নির্বাচনে প্রচারে অংশ নিতে পারে? এটা তো ভিসা আইনের বহির্ভূত। এমনটাই অভিযোগ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। আজ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে তিনি তৃণমূলের প্রচারে আসা ওই বাংলাদেশি অভিনেতা ফিরদৌসকে ভিসা আইন লঙ্ঘনের অপরাধে তাকে গ্রেফতার করারও দাবি তোলেন। কমিশন ইতিমধ্যে বিজেপির অভিযোগ গ্রহণ করে তা খতিয়ে দেখা শুরু করেছে।
কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসে ডেকে পাঠানো হল ফিরদৌসকে
3) ফিরদৌসের তৃণমূলের রাজনৈতিক প্রচার নিয়ে রীতিমতো জলঘোলা হতে শুরু করেছে। একজন বিদেশি নাগরিক ভারতের সাধারণ নির্বাচনে শ্যুটিং ভিসা নিয়ে এদেশে প্রবেশ করে তিনি কিভাবেই বা একটি রাজনৈতিক দলের প্রচারে অংশ নিতে পারেন? বিষয়টি নিয়ে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।বিদেশি নাগরিকের এমন কাজে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে বাধ্য উত্তর দিনাজউরের পুলিশ সুপারও। প্রশ্ন উঠছে তাঁর ভূমিকা নিয়েও। বিষয়টি নিয়ে যেভাবে জলঘোলা হতে শুরু করেছে তা দেখে কলকাতায় অবস্থিত উপ-দূতাবাস ডেকে পাঠিয়েছে ফিরদৌসকে। যত দ্রুত সম্ভব তিনি যেন বাংলাদেশে ফিরে যান সেই নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে।
এখন দেখার বিষত যাকে নিয়ে মূল ঘটনা সেই কান্ডের তদন্ত শেষ না হওয়ার আগে ফিরদৌসের কি বাংলাদেশে ফেরা সম্ভব? কারণ, তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে ভিসা আইন লঙ্ঘন করার মতো গুরুতর অভিযোগও।
দিলীপ ঘোষ যা বললেন
3) বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ বিষয়ে বলেন-“কিভাবে একটি রাজনৈতিক দলের ভোটের প্রচারে বিদেশি নাগরিক আসতে পারেন! আগে তো এমনটা দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আইন-কানুন মানেন না। ভোটার কম পড়লে রোহিঙ্গাদের ডেকে আনছেন, আবার সিবিআইকে গ্রেফতার করছেন। কাল হয়তো ইমরান খানকেও প্রচারে ডাকবে তৃণমূল। তীব্র নিন্দা করছি।”
Published on: এপ্রি ১৬, ২০১৯ @ ১৭:৪৮