
সংবাদদাতা-চিন্ময় রায়
Published on: জানু ২০, ২০১৮ @ ০৯:৪৮
এসপিটি নিউজঃ লাহোরের ভগৎ সিং স্মৃতিরক্ষা কমিটি লাহোরের শাদমান চকে বিপ্লবী ভগৎ সিংয়ের একটি মর্মরমূর্তি স্থাপনের পাশাপাশি শাদমান চকের নাম বদলে ভগৎ সিংয়ের নামে রাখার জন্য পাকিস্তান সরকারের কাছে অনুরোধ করে। আর তারপরই ঐ কমিটি জঙ্গি নেতা হাফিজ সঈদের রক্তচক্ষুর মুখে পড়েছে। হাফিজ সঈদ শুক্রবার হুঙ্কার দিয়েছেন, শাদমান চকের নাম পরিবর্তন করা হলে তিনি দেখে নেবেন।
পাকিস্তানে কোনও স্থান কেন ভারতীয় ব্যক্তির নামে হবে? প্রশ্ন হাফিজের।
হাফিজের ইতিহাস সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান থাকলে তিনি একথা বলতেন না। বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে লাহোরের জেলেই ফাঁসি দেওয়া হয় ১৯৩৫ সালে।ভগৎ সিংয়ের অবদান সম্পর্কে পাকিস্তানের স্রষ্টা মুহাম্মদ আলি জিন্নাহ পর্যন্ত উচ্ছ্বসিত ছিলেন। জিন্নাহ বলতেন, এই উপমহাদেশে যদি সাচ্চা কেউ বিপ্লবী থেকে থাকেন তিনি ভগৎ সিং।
জিন্নার আধুনিক উত্তরসূরী হাফিজ সঈদ বলছেন, ভগৎ সিং কে? যে হাফিজ সঈদের নামে হুলিয়া ঝুলছে সারা বিশ্ব জুড়ে। এদিনই আমেরিকা আবার বলেছে, হাফিজের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
চরম ভারতবিরোধী হাফিজ সঈদের হুমকি পরোয়া না করে লাহোরের ভগৎ সিং স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক ইমিতয়াজ চৌধুরি বলেছেন, আমরা সরকারের কাছে দাবি মানানোর জন্য যা করতে হয় করব।একটা বিষয়ে অবাক হতে হয়, ভগৎ সিংয়ের মৃত্যুর এতকাল পরও লাহোরে পাকিস্তান সরকার কোনও স্মৃতিরক্ষার ব্যবস্থা করেনি।
অথচ ভারত এখনও সশ্রদ্ধ চিত্তে পাকিস্তানের জাতীয় কবি ইকবালকে স্মরণ করে। এখানেই ভারত আর পাকিস্তানে তফাৎ।
Published on: জানু ২০, ২০১৮ @ ০৯:৪৮