বিয়েবাড়ি এবং মেলার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্দেশিকার মেয়াদ বৃদ্ধি নবান্নের

Main কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

 Published on: জানু ১৫, ২০২২ @ ১৮:০৪

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ জানুয়ারি:  করোনার বাড়বাড়ন্তের জন্য গত ৩ জানুয়ারি থেকে কোভিড নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই নির্দেশিকা আজ ১৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।সেই মতো রাজ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আজ নবান্ন থেকে ওই একই নির্দেশিকা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত জারি রাখল। সেখানে দু’টি পরিবর্তন করা হয়েছে – বিয়েবাড়ি এবং মেলার ক্ষেত্রে। অর্থাৎ এই দুটি ক্ষেত্রে কিছুটা হলেও ছাড় দেওয়া হয়েছে।

বিয়ে এবং মেলার ক্ষেত্রে ঠিক কি বলা হয়েছে

নবান্ন থেকে প্রকাশিত নির্দেশিকায় রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন যে বিয়েবাড়ির ক্ষেত্রে এখন ২০০ জন কিংবা যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেখানে মোট আসনের ৫০ শতাংশ বসার ক্ষমতা এর মধ্যে যেটি কম হবে সেই অনুযায়ী আমন্ত্রিতদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আর দুই, মেলা খোলা আকাশের নীচে করতে হবে এবং অবশ্যই কোভিড বিধি মেনেই। এর আগে বলা হয়েছিল মাত্র ৫০জন লোক নিয়েই বিয়ের অনুষ্ঠান করতে হবে। অবশেষে তাতে কিছুটা হলেও ছাড় দেওয়া হল।

এর আগে আর কিসে কিসে নিয়ম শিথিল হয়েছে

এর আগে রাজ্য সরকার তাদের নির্দেশিকায় জানিয়েছিল জিম, সুইমিং পুল, সেলুন সম্পূর্ণ বন্ধ থাকবে। কিন্তু পরবর্তীতে তারা সেলুনের ক্ষেত্রে নিয়ম শিথিল করে। জানিয়ে দেয় যে ৫০ শতাংশ ক্রেতা নিয়ে সেলুন খোলা রাখা যাবে। ঠিক তেমনই ট্রেন চালানোর ক্ষেত্রেও একই ভাবে পরিবর্তন করা হয় বিধিনিষেধ। সেখানে প্রথমে বলা হয়েছিল যে সন্ধ্যা সাতটা নাগাদ শেষ ট্রেন ট্রেন চলবে। কিন্তু পরবর্তীতে তা পরবর্তন করে জানিয়ে দেওয়া হয় যে শেষ ট্রেন রাত দশটায় ছাড়বে।

বাকি সব অপরিবর্তিত থাকছে

যদিও অন্যান্য সবটাই অপরিবর্তিত থাকছে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান আগের মতোই বন্ধ থাকবে। যদিও স্কুল- কলেজের প্রশাসনিক কাজকর্ম স্বল্প সংখ্যক কর্মী নিয়ে করা যাবে। ঠিক তেমন ভাবে সরকারি এবং বেসরকারি অফিসগুলিতেও একইভাবে ৫০ শতাংশ কর্মী নিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ এবং বারগুলিতেও রাত ১০টা পর্যন্ত ৫০ শতাংশ লোকেদের সীমাবদ্ধ প্রবেশের সাথে কাজ করতে হবে।সিনেমা হল এবং থিয়েটার হলগুলিতেও ৫০ শতাংশ মানুষের বসার ক্ষমতা রাখতে হবে এবং তা খোলা রাখা যাবে রাত ১০টা পর্যন্ত। এই নির্দেশিকা একইভাবে আগামী ৩১ জানুয়ারি পর্ন্ত জারি থাকছে বলে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এই নির্দেশিকা মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা প্রোটোকল সর্বদা অনুসরণ করতে হবে বলেও নবান্ন থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যথা এই নিয়ম যারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনিন ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

Published on: জানু ১৫, ২০২২ @ ১৮:০৪


শেয়ার করুন