Published on: জুন ১৩, ২০১৮ @ ১৫:৫৩
এসপিটি স্পোর্টস ডেস্কঃ প্রায় চার বছরের অবসান। ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ১১৩ মিনিটের মাথায় মারিও গোতেজের গোলে চ্যাম্পিয়ন হল জার্মানি। এরপর ১৪২৩দিন অতিবাহিত হয়ে ফের বিশ্বকাপ প্রতিযোগিতার মঞ্চে সেই জার্মানি। হারের জ্বালা টানা চার বছর সহ্য করে এসেছে গতবারের ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা। এসবের মধ্যে কাল ২০১৮ ফিফা বিশ্বকাপের আসরে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ রাশিয়া ও এশিয়ার শক্তিশালী দেশ সৌদি আরব।কি হতে পারে কালকের খেলার ফলাফল-একবার তাহলে দেখেই নেওয়া যাক দুই দলের সম্পর্কে।
পরিসংখ্যান বলছে দুই দলের সাম্প্রতিক ফর্ম মোটেই ভাল নয়। গত অক্টোবরে কোরিয়া রিপাবলিককে পরাজিত করার পর রাশিয়া গত সাতটি অ-প্রতিযোগিতামূলক খেলায় জয় পেতে ব্যর্থ হয়েছে। এমনকি সৌদি আরবও তিনটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে ইতালি, পেরু ও জার্মানির বিরুদ্ধে পরাজিত হয়েছে।
তবে বিশ্বকাপে উভয় দলই চাইবে সম্মানজনকভাবে শুরু করতে। ২০০২ সালের পর থেকে রাশিয়া বিশ্বকাপে জিততে পারেনি। পাশাপাশি সৌদি আরবও বিশ্বকাপে শেষ জিতেছে মের্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে ১৯৯৪ সালে। কার্যত সেই অর্থে উদ্বোধনী ম্যাচে দুই ‘হেরো’ দল মুখোমুখি হতে চলেছে কাল।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলিতে রাশিয়ার সাম্প্রতিক ফর্ম নিয়ে সন্তুষ্ট নন দেশের মানুষ। কড়া সমালোচনায় মুখর হয়েছেন তারা। আয়োজক দেশ হিসেবে প্রথম ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ভালো খেলে সেই সমালোচনার জবাব দিতে তৈরি হয়ে আছেন রাশিয়ান ফুটবলাররা। এজন্য তারা বিশ্বকাপের আগে এক সপ্তাহ মস্কো থেকে কিছু দূরে নভোগরোস্কে মনকে শান্ত করতে এবং মানসিকভাবে তরতাজা হতে সময় কাটান।
আবদুল্লা আলঘাজল নামে একজন ট্যুইট করে জানান-দেশের ফুটবল উন্নয়নের ইতিবাচক ছবি তুলে ধরতে তাদের ভালো ফল করতে হবে। সৌদি দল ভাল ফলাফল করতে প্রস্তুত হয়ে আছে।এজন্য তাদের সতর্ক থাকতে হবে। রাশিয়ার জুয়ান আন্তোনিও পিজ্জির সম্পর্কে খুব সতর্ক থাকতে হবে সৌদি টিমকে। খেলার প্রথম দশ মিনিট হবে মারাত্মক। এই সময় তাঁর পরিকল্পনা আর শক্তিকে রাশিয়া যাতে কাজে লাগাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
রাশিয়ার পক্ষে একটাই সান্ত্বনা যে আজ পর্যন্ত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ পরাজিত হয়নি। ছ’টি জয় ও তিনটি ড্র হয়েছে। ১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়ন দেশ হিসেবে তারা মেক্সিকোর বিরুদ্ধে গোল শূন্য হিসেবে শেষ করেছিল।
সম্ভাব্য রাশিয়া দলঃ ইগর আকিনফিভ, মারিও ফার্নান্ডেজ, ফেডর কুদ্রিয়াসভ, সেরগে ইগ্নাসেভিচ, ইউরি ঝিরকোভ, রোমান জোবনিন, দালের কুজিয়েভ, অ্যালান জ্যাগোয়েভ, অ্যালেক্সান্ডার স্যামিদোভ, অ্যালেক্সান্ডার গোলোভিন, ফেডর স্মোলোভ।
সম্ভাব্য সৌদি আরব দলঃ আব্দুল্লা আল-মায়ফ, উসামাহ হুসায়ি, ওমর হুসায়ি, ইয়াসের আল-সারানি, মহম্মদ আল-বারিক, আব্দুল্লা অতিফ, সলমান আল-ফারাজ, ইয়াহা আল-সিহরি, তাইসির আল-জাসিম, সালেম আল দোসরি, ফাহাদ আল-মোলদ।
Published on: জুন ১৩, ২০১৮ @ ১৫:৫৩