
Published on: জুলা ২৫, ২০১৮ @ ১৮:১৮
এসপিটি স্পোর্টস ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে দুই মহাপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ ঘিরে সবসময়ই উত্তেজনা থাকে। ইদানীং দুই দেশের মধ্যে বর্তমানের পরিস্থিতির জেরে সিরিজ বন্ধ হয়ে আছে। কিন্তু প্রতিযোগিতায় দুই দেশ মুখোমুখি হয়ে চলেছে। দুই দেশ শেষ মুখোমুখি হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার ভারত খুব বিশ্রীভাবে হেরে যায়। কাজেই বিশ্বকাপের আগে ভারত ফের তার চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মাঠে নামেজ সুযোগ পেতে চলেছে।
এশিয়া কাপের গ্রুপ ম্যাচে তারা মুখোমুখি হতে চলেছে দুবাইয়ে। ১৯ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে হতে চলেছে সব চেয়ে উত্তেজক ম্যাচ। এশিয়া কাপে দুটি গ্রুপে মোট ছ’টি দল খেলবে। ভারত, পাকিস্তান এক গ্রুপে খেলবে। এই গ্রুপে তৃতীয় দলটি হবে যোগ্যতা নির্ণায়ক দল। যার মধ্যে আছে সিঙ্গাপুর, হংকং, মালেয়েশিয়া, নেপাল, ওমান, আরব আমিরশাহী।২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই যোগ্যতা নির্ণায়ক প্রতিযোগিতা।
অপর গ্রুপে থাকছে শ্রীলঙ্কা, বাংলাদেশ।উদ্বোধনী ম্যাচেই ম্যাচ হতে চলেছে ১৫ই স্বেপ্টেম্বর। দুই গ্রুপের শীর্ষে থাকা দু’টি দলের মধ্যেই হবে ফাইনাল ম্যাচ। এই ম্যাচটি হবে ২৮শে সেপ্টেম্বর। ছবি সৌজন্যে-হিন্দুস্থান টাইমস
Published on: জুলা ২৫, ২০১৮ @ ১৮:১৮