দেওঘরে শ্রাবণী মেলা, তীর্থযাত্রীদের জন্য চলবে বিশেষ ট্রেন

দেশ ভ্রমণ রেল
শেয়ার করুন

Published on: জুলা ২৫, ২০১৮ @ ২২:৪৩

এসপিটি নিউজ ডেস্কঃ শ্রাবণী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেওঘরে বাবাধামে পৌঁছনোরজ জন্য পূর্ব রেল বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।পূর্ব রেলের আসান্সোল ডিভিশনের মুখ্য জনসংযোগ আধিকারিক এদিন এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে শ্রাবণী মেলা উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্য থেকে একাধিক স্পেশাল ট্রেনের নাম ঘোষণা করেছে। ট্রেনগুলির নাম ও নম্বর নীচে দেওয়া হল।

03561-আসানসোল-পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন(মুঘলসরাই), এই ট্রেনটি ৩ আগস্ট থেকে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে রওনা দেবে। ৪ আগস্ট থেকে প্রত্যেক শনিবার 03562 নম্বরের ট্রেনটি পন্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে ভোর ৮টা ১৫মিনিটে রওনা দেবে। এই ট্রেনটি চিত্তরঞ্জন, জসিডি, ঝাঁঝা, কিওল, বখতিয়ারপুর, পাটনা রুটে চলবে।

03575-03576 আসানসোল-পাটনা ট্রেনটি ৩০শে জুলাই সোমবার আসানসোল থেকে দুপুর ১টা নাগাদ রওনা দিয়ে ওইদিন রাত ১১টা ৫৫মিনিটে পাটনা পৌঁছবে।

২৮শে জুলাই থেকে ২৬শে আগস্ট পর্যন্ত আসানসোল-পাটনা ট্রেনটি সপ্তাহে দু’দিন চলবে।

03511 আসানসোল থেকে পাটনার উদ্দেশ্যে শনি ও রবিবার দুপুর ১টা ২৫ মিনিটে রওনা দিয়ে ওইদিন রাত ৮টা৩৫মিনিটে 03512 হয়ে ফিরে আসবে।

২৭শে জুলাই থেকে ২৫শে আগস্ট পর্যন্ত 08183 টাটানগর-জসিডি ট্রেন মঙ্গলবার এবং শুক্রবার রাত ১১টা৪৫মিনিটে রওনা দেবে। 08184 ট্রেনটি প্রতি বুধ ও শনিবার বেলা ১১টা১০মিনিটে রওনা দেবে।

05009 দেওঘর-গোরখপুর মেলা স্পেশাল ট্রেন দেওঘর থেকে ৬টা১০মিনিটে রওনা দেবে আর 05010 ট্রেনটি গোরখপুর থেকে রাত আটটা নাগাদ রওনা দেবে।

Published on: জুলা ২৫, ২০১৮ @ ২২:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 5 =