হাওড়া,২৮শে নভেম্বর,২০১৭-বিদ্যালয়ের গেটের ভিতরে ব্যাক্তিগত গাড়ি ঢুকতে দিতে হবে এই দাবীতে মঙ্গলবার বিকালে উলুবেড়িয়ার শুড়িখালির একটি ইংরাজী বিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ দেখাল অভিভাবকেরা। এদিকে বিদ্যালয় ছুটির পরে প্রায় দেড়ঘন্টা বাড়ি যেতে না পেরে বিদ্যালয়ের ভিতের আটকে থাকে ছাত্রছাত্রীরা পরে বিদ্যালয় কতৃপক্ষো বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়টি ৬ নং জাতীয় সড়কের ধারে হওয়ায় ব্যাক্তিগত গাড়ি বিদ্যালয়ের ভিতরে পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল যদিও সোমবার আচমকা বিদ্যালয় কতৃপক্ষো ব্যাক্তিগত গাড়ি গেটের ভিতরে না ঢোকার নোটিশ জারী করে। অভিভাবকদের অভিযোগ এই বিষয়ে বিদ্যালয় কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলেও তারা এই ব্যাপারে কোন কথা না শুনতে চাওয়ায় এই সিদ্ধান্ত। অভিভাবকদের দাবী গেটের বাইরে ছাত্রছাত্রীদের নামানোর ফলে তাদের বিপদের সম্ভবনা থেকে যাচ্ছে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান অভিভাবকেরা।
যদিও বিদ্যালয় কতৃপক্ষের বক্তব্য ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিন্ধান্ত।