হাওড়া, ২ ডিসেম্বরঃ শুক্রবার কাকিনাড়ায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হেনস্থার প্রতিবাদে শনিবার বিকালে বিজেপির হাওড়া গ্রামীণ এলাকার সভাপতির পক্ষ থেকে ৬ নং জাতীয় সড়কে ফুলেশ্বরের মনসাতলায় পথ অবরোধ করা হয়। বিজেপির হাওড়া গ্রামীন জেলা সভাপতি অনুপম মল্লিকের নেতৃত্বে পথ অবরোধে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের হঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে।