
Published on: মার্চ ৮, ২০১৮ @ ২১:১৬
এসপিটি নিউজ, কলকাতা, ৮ মার্চঃ বিজেপি নেতাদের বাংলা নিয়ে আস্ফালন মোটেই ভালো চোখে দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।তাঁর কথায়, বিজেপি নেতারা এক ত্রিপুরা জয় করেই যেভাবে নাচানাচি শুরু করেছে আর বলতে শুরু করেছে ‘বাংলা জয় তাদের কাছে এখন সময়ের অপেক্ষা’ তা নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর চ্যালেঞ্জ-বাংলাকে চেনো? বাংলাকে চিনতে গেলে হাড়ে হাড়ে টের পাবে। বাংলা জয় অত সস্তা নয়। মনে রাখবে, তোমাদের টার্গেট যদি হয় বাংলা, বাংলার টার্গেট লালকেল্লা।
এদিন মমতা তাঁর মেয়োরোডের সভায় বলেন, যাদের কিচ্ছু কাজ নেই, একটা ত্রিপুরার মতো রাজ্যে জিতেছে ০.৩ শতাংশ ভোটে। ঠিক আছে জিতেছো জিতেছো কাজ করো বাবা।জিতেছো বলে তো আলাদা রাজ্য দেবে বলেছে ত্রিপুরায়। দার্জিলিঙয়ে যেমন জিতবার আগে বলেছিল দার্জিলিংটা জিতিয়ে দাও দার্জিওলিংটা আমরা আলাদা রাজ্য করে দেব। সেম গেম প্লে করেছে ত্রিপুরাতেও। তাতে আমার কিছু যায় আসে না। তুমি এসছো ক্ষমতায় কাজ করো। এত নাচানাচি করার ব্যাপার নেই।
কথায় কথায় বলে-এবার আমাদের স্বপ্ন পূরণ হবে-বাংলাকে জয় করব। অতই সস্তা!বাংলা তোমার দিল্লি জয় করে দেখিয়ে দেবে। বাংলা কি!বাংলাকে চেনো? বাংলাকে চিনতে গেলে হাড়ে হাড়ে টের পাবে।তোমাদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট লালকেল্লা। এটা মনে রাখবে, বাংলা নিজের জন্য নয় সারা ভারতবর্ষের জন্য করছে।বলেন মমতা।
এনডিএ থেকে টিডিপি-র সরে যাওয়া নিয়ে মমতা বলেন, আজকে দেখতে পারছো না তোমার পার্টনার পদত্যাগ করল। টিডিপি তোমাদের পার্টনার। শিবসেনা তোমাদের পার্টনার। শুনতে পাচ্ছো নাকি বিদ্রোহী কণ্ঠ?শুনতে পাচ্ছো ভারতবর্ষ কি বলছে? শুনতে পাচ্ছ, ভারতবর্ষের উত্তরপ্রদেশ কি বলছে? শুনতে পাচ্ছ রাজস্থান কি বলছে? মধ্যপ্রদেশ কি বলছে? কর্ণাটকা কি বলছে?উড়িষ্যা, বাংলার দিকে তাকিয়েও দেখো না। তাকাবে আর বড় বড় কথা বলবে। আর মানুষ জানে জবাবটা কিভাবে দিতে হয়। আর নর্থ-ইস্টে সেন্ট্রাল ফোর্স থাকে। কেন্দ্রে যে যখন ক্ষমতায় থাকে সেই জেতে। সেন্ট্রাল ফোর্স দিয়ে কি কি করিয়েছো বলবো নাকি?
তিনি বলেন, সিপিএম তো আত্মসমর্পন করেছে বলে হেরে গেল।জলের মতো টাকা খরচ করেছে। সিপিএম বলেনি। মাথা নত করে দিয়েছিল। ভয় পেয়ে গেছিল ওদের। আত্মসমর্পন করে দিয়েছিল। ভোট কম পেয়েছে তা নয়, ৪৬ শতাংশের মতো ভোট পেয়েছে। আর বিজেপি পেয়েছে ০.৩ শতাংশ। এখানেও দেখবেন বর্ডার এলাকাতে বিএসএফকে দিয়ে টাকা বিলোচ্ছে, যা আমি জীবনে দেখিনি। আমি জীবনে দেখিনি কোনও রাজ্য বা কেন্দ্রীয় সরকার এইভাবে কাজ করেছে। ফাইল ছবি
Published on: মার্চ ৮, ২০১৮ @ ২১:১৬