বান্ধবগড়ের ‘সুন্দরী’ এল সাতকোশিতে

দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: আগ ১৮, ২০১৮ @ ১৫:৫০

এসপিটি নিউজ ডেস্কঃ ভারতে বাঘের সংখ্যা সারা বিশ্বের মধ্যে খুব ভালো জায়গায় আছে। সেটা যাতে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য চেষ্টা চালাচ্ছে ভারতীয় বন দফতর। তারই অংশ হিসেবে গতকাল শুক্রবার বান্ধবগড় ন্যাশনাল পার্ক থেকে স্ত্রী বাঘ ‘সুন্দরী’কে নিয়ে এসে উড়িশ্যার সাতকশি ব্যাঘ্র প্রকল্পে ছাড়া হয়। এর আগে আরও একটি পুরুষ বাঘকে এখানে ছাড়া হয়েছিল। ভারতে এই প্রথম আন্তঃরাজ্য বাঘেদের মধ্যে পুনঃপ্রবর্তনের নিয়ম চালু করা হল। মনে করা হচ্ছে এর ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে।

সাতকোশি মূলত দুটি শব্দের উপর দাঁড়িয়ে। সাত অর্থাৎ ৭ এবং কোশ অর্থাৎ দু’মাইল। এর দ্বারা বোঝানো হচ্ছে এটি লম্বায় ১৪ মেইল অর্থাৎ ২২ কিলোমিটার। এই অঞ্চল ২০০৭ সালে সাতকোশি ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। এর সঙ্গে দুটি বনভূমি যুক্ত আছে-সাতকোশি গর্গ বনভূমি ও বৈশিপল্লি বনভূমি।এই সংরক্ষণ এলাকা চারটি জেলাকে ছুঁয়ে গেছে-কটক, নয়াগড়, অঙ্গুল ও বৌধ।

এই সংরক্ষণ এলাকা আয়তন ৯৬৩.৮৭কিলোমিটার, যার মধ্যে ৫২৩.৬১কিমি হল কোর এরিয়া। এখানে রয়েছে মহানদী এলিফ্যান্ট রি্জার্ভও।

Published on: আগ ১৮, ২০১৮ @ ১৫:৫০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =