
এসপিটি নিউজ, দুর্গাপুরঃ অবশেষে দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে চুরি যাওয়া শিশুর খোঁজ মিলল। এমনই দাবি পুলিশের। সে কথা তারা ঐ পরিবারকেও জানিয়েছে।বাগুইয়াটির রাস্তার ধারে একটি ব্যাগে ভিতরে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয় ঐ সদ্যোজাতকে। এখন সদ্যোজাতকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে। তবে ডি এন এ পরীক্ষার পর নিশ্চিত হবে বাচ্চাটি দুর্গাপুরের তিলক রোডের বাসিন্দা পাপিয়া বিবির কি না। প্রাথমিকভাবে বাচ্চাটির ছবি দেখে বাচ্চার মাকে সনাক্ত করানো হয়।
দুর্গাপুর মহকুমা হাসপাতালে গত দুদিন আগে প্রসূতি বিভাগ থেকে এক সদ্যজাত পুত্র সন্তান চুরি হয়ে যায়। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ ঘটনার পরই তদন্তে নামে। গতকাল এই ঘটনায় হাসপাতাল ভাঙচুর করে এলাকাবাসী। যে মহিলা এই শিশু চুরির ঘটনায় যুক্ত সদ্যজাত শিশুর মা, কর্মরত নার্সদের ও পাশের বেডে সেই সময় যারা উপস্থিত ছিলেন সবাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ একটা স্কেচ তৈরি করে ঐ মহিলার। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আজ দুপুরে মহকুমা হাসপাতালে তদন্তে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক মোদী। আজ মহকুমা হাসপাতালে দুর্গাপুরের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিখোঁজ শিশুর মা-কে দেখতে যায়।