![](https://sangbadprabhakartimes.com/wp-content/uploads/2023/06/ARES-ADVT-copy.jpg)
Published on: নভে ২৩, ২০২০ @ ২০:২৬
এসপিটি নিউজ, বাঁকুড়া, ২৩ নভেম্বর: করোনা মহামারীতেও পশ্চিমবঙ্গে একজন সরকারি কর্মচারীর মাইনে বন্ধ হয়নি। আজ বাঁকুড়ার খাতরায় এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো জড়ের সঙ্গে একথা বলেন।
অন্য রাজ্যের সঙ্গে তুলনা টেনে মমতা বলেন- “দেখবেন, অনেক রাজ্যে মাইনে পাচ্ছেন না। ৩০ শতাংশ মাইনে কমিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। প্রাইভেটে তো কত লোকের চাকরিই চলে গেছে। এমপি ল্যাডের টাকাও দু’বছরের জন্য বন্ধ করে দিয়েছে কেন্দ্র। আর কি করেছে জানেন, দু’বছরের জন্য ডিএ ফ্রিজ করে দিয়েছে। কোনও কোনও রাজ্যে তো আবার সরকারি কর্মচারীদের একদিনের মাইনে পর্যন্ত কেটে নেওয়া হয়।”
এই তুলনা টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জোর দিয়ে বলেন-” একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে একজনেরও মাইনে বন্ধ হয়নি। কোনও সরকারি কর্মচারীর মাইনেও কেটে নেওয়া হয় না। কারও পেনশনও বন্ধ হয়নি। বরং আমাদের এখানে কাজ দেওয়া হচ্ছে। শুধু বাঁকুড়া জেলায় ৩২ হাজার মাইগ্র্যান্ট ওয়ার্কারদের কাজ দেওয়া হয়েছে।”
Published on: নভে ২৩, ২০২০ @ ২০:২৬