
সংবাদদাতা– কৃষ্ণা দাস
Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২৩:৫৪
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৮সেপ্টেম্বরঃ ধীমাল জনজাতি। নামই জানে না অধিকাংশ মানুষ। আমাদের রাজ্যে এরাও আছে। শিলিগুড়ির অদূরে তারাবাড়ি এলাকায়। বল আ যেতে পারে এক উপেক্ষিতা। লায়ন্স ক্লাবের মতো মতো হাতে গোনা কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এদের পাশে দাঁড়িয়েছে।
শনিবার যেমনটা করল শিলিগুড়ি মাটিগাড়া শিবমন্দির লায়ন্স ক্লাব। এদিন ছিল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা বেছে নিয়েছিল তারাবাড়ির ধীমাল জোত অঞ্চলের ধীমাল নেপালি প্রাইমারি স্কুলটিকে।
লায়ন্স ক্লাবের “হাঙ্গার পোগ্রাম”এর কর্মসূচী হিসেবে স্কুলের শিক্ষক-অশিক্ষক-খুদে পড়ুয়াদের নিয়ে তারা আয়োজন করেছিল এক বনভোজনের। সব শেষে ছোট্ট ছেলে-মেয়েদের হাতে শিক্ষা ও খেলার সরঞ্জাম তুলে দিলেন লায়ন্স ক্লাবের সদস্যরা। যা পেয়ে খুব খুশি খুদে পড়ুয়ারা।
Published on: সেপ্টে ৮, ২০১৮ @ ২৩:৫৪