এক সঙ্গে ৬০ জন এসআই-এর পদোন্নতি ঘটিয়ে রাজ্য পুলিশে রদ-বদল

Main রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৩, ২০২১ @ ০১:১৪
Reporter:Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ আইন-শৃঙ্খলা রুখায় পশ্চিমবঙ্গ সরকার আরও সক্রিয় হল। সেই মতো মঙ্গলবার রাজ্যের আইজি এবং অ্যাডিশনাল ডিজি ও আইজি, আইনশৃঙ্খলা এক সরকারি আদেশে রাজ্য পুলিশে রদবদলে মোট ৬০ সাব-ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পদমর্যাদায় উন্নীত করেছেন।পদোন্নতি হওয়া আইসি-দের আটটি পুলিশ ডিস্ট্রিক্ট, চারটি পুলিশ কমিশনারেট, চারটি জিআরপি থানা আছে। পদোন্নতি হওয়া পুলিশ অফিসারদের মধ্যে একজন মাত্র মহিলা অফিসার আছেন।

সরকারি আদেশনামায় লেখা হয়েছে জনসেবার স্বার্থেই এই পদোন্নতি দেওয়া হয়েছে ৬০জন সাব-ইন্সপেক্টরকে, যারা সকলেই বিভিন্ন থানা, কোর্ট, ট্রাফিক গার্ডে আছেন। একমাত্র মহিলা সাব-ইন্সপেক্টর অপরাজিতা ব্যানার্জিকে বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে মহিলা থানার আইসি পদমর্যাদায় উন্নীত করে বদলি করা হয়েছে। তিনি আগে ছিলেন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে।

শিয়ালদা জিআরপি-তে কর্মরত তুলসিদাস লাহাকে সেখানেই আইসি পদোন্নতি ঘটিয়ে বসানো হয়েছে। গোপাল চন্দ্র গাঙ্গুলিকেও একইভাবে শিয়ালদা জিআরপি-তে াইসি পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। এসআই সিদ্ধার্থ রায়কে হাওড়া জিআরপি থানায় আইসি পদোন্নতি করে নিয়ে আসা হয়েছে। কৃত্তিবাস দাসকেও হাওড়া জিআরপিতে আইসি পদোন্নতি করে নিয়ে আসা হয়েছে।এসআই পলাশ দে’কে শিলিগুড়ি জিআরপিতে আইসি কর নিয়ে আসা হয়েছে।

Published on: সেপ্টে ২৩, ২০২১ @ ০১:১৪


শেয়ার করুন