বক্সিং বিশ্বকাপে স্বর্ণ পদক জয়ী এই ভারতীয় কন্যাকে আইটিবিপি দিল যোগ্য সম্মান

Main দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ৯, ২০২১ @ ১৯:২৫

এসপিটি নিউজঃ বক্সিং বিশ্বকাপে ভারতের হয়ে স্বর্ণ পদক জয়ী হয়েছেন ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশের মনীষা মৌন। এজন্য আইবিপি তাকে হেড কন্সটেবল পদে উন্নীত করেছে। আইটিবিপি-র সদর দফতরে আজ তাঁকে এই মর্যাদা দেন ডিজি  এসএস দেশওয়াল।

আইটিবিপি সূত্রে জানা গেছে যে ২০২০ সালে ১৪ থেকে ২০ ডিসেম্বর জার্মানির কলোনে বক্সিং বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নিয়েছিলান আইটিবিপি-র মনীষা মৌন। তিনি বক্সিং বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন। ভারতের হয়ে জিতে নেন স্বর্ণ পদক। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সের জন্য আইটিবিপি মনীষাকে আজ দিল যোগ্য মর্যাদা।

আজ আইটিবিপি-র সদর দফতরে ডিজি এসএস দেশওয়াল নিজে হেড কন্সটেবলের ব্যাচ পরিয়ে মনীষাকে ওই পদে উন্নীত করেন। আর সেই সঙ্গে তাঁর হাতে তুলে দেন নতুন পদের দায়িত্বভার। মনীষার জন্য আইটিবিপি সমানভাবে সম্মানিত।

Published on: এপ্রি ৯, ২০২১ @ ১৯:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 2