
Published on: জুন ২, ২০১৮ @ ২৩:৩৫
এসপিটি স্পোর্টস ডেস্কঃ আর মাত্র ১২দিন। তারপর শুরু হতে চলেছে আরও এক বিশ্বকাপের আসর। যেদিকে তাকিয়ে গোটা ফুটবল বিশ্ব। কিন্তু শুরুর আগে পিছনের দিনগুলিকে স্মরন করে নেওয়া হচ্ছে। সেইসব দিনগুলির কথা- যেখানে এক একটা পৃথক ইতিহাস তৈরি হয়েছে। যেমনটা হয়েছিল ১৯৫৪ সালের ২৫ জুন। প্রতিবেশী দুই দেশের খেলায় রীতিমতো গোলের বন্যা বয়ে গেছিল। খেলাটা হয়েছিল সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার মধ্যে। ম্যাচের ৯০ মিনিটকে আজও বলা হয়ে থাকে “লাউসেনের উত্তপ্ত যুদ্ধ”। যে ম্যাচে স্কোরলাইন ছিল ৭-৫। মোট ১২টি গোল হয়েছিল সেই ম্যচে। যা বিশ্বকাপের ইতিহাসে কোনও একটি ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। এটি আজও দুই দেশের যৌথ স্মৃতিতে স্থান করে নিয়েছে।
প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রার সাথে সেদিন লাউসেনের স্টেডিয়ামে ৩৫ হাজার দর্শকের সামনে দুই দল প্রথমার্ধে যে খেলা খেলেছিলেন তা সকলকে আনন্দ দিয়েছিল।ম্যাচে প্রথম দিকে ফল ছিল ৩-০। কিন্তু এরপর সেই ফল অস্ট্রিয়ার পক্ষে চলে যায় ৫-৩। প্রথম অর্ধে অস্ট্রিয়া ৫-৩ গোলে এগিয়ে যায়। দ্বিতিয়ার্ধে খেলা শুরু হতেই অস্ট্রিয়ার পক্ষে ৫৩ মিনিটে তৃতীয় গোল দিয়ে হ্যাট্রিক করেন থিওদর ওয়াগনার। সুইজারল্যান্ডের পক্ষে এর ঠিক সাত মিনিট বাদে সুইজারল্যান্ডের হয়ে নিজের তৃতীয় গোল করেন সেপ হুগি।কিন্তু সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়েছিলেন অস্ট্রিয়ার হয়ে এরিচ প্রবস্ট। খেলার ফল অস্ট্রিয়ার পক্ষে দাঁড়ায় ৭-৫।
এমন খেলার পরও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি অস্ট্রিয়া দল। তারা শেষ পর্যন্ত হেরে যায় সেমিফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে। তৃতীয় স্থান নিয়ে তাদের বিশ্বকাপের অভিযান শেষ করতে হয়। এটা তাদের কাছে একটা বড় স্মৃতি। সেই দিক দিয়ে দেখলে সুইজারল্যান্ডের কাছে সেবারের বিশ্বকাপ অভিযান খুব ভালো ছিল না। কারণ, তাদের কোয়ার্টার ফাইনাল খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছিল।
Published on: জুন ২, ২০১৮ @ ২৩:৩৫