
এসপিটি নিউজ, কাঁকসাঃ রাজনীতির ময়দানেও চলে এল সাপ-বেজির লড়াই প্রসঙ্গ।এবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।তাঁর হুঙ্কার-“ভোটের আগে সাপের মত বেরোন।তবে এটা ১৪ বা ১৬ সাল নয়।এটা ১৮ সাল।তাই এবার যদি বেরোন আর ফনা তোলেন আমরাও তাকে বেজির মত গিলে দেব।”কাঁকসার মানিকআড়া গ্রামে বিজেপি-র সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দেন বিজেপি নেতা।একই সঙ্গে শাসকদলের নেতাকর্মীদের তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের দিকে হাত তুললে হাত ভেঙে দেব,আঙুল তুললে আঙুল ভেঙে দেব।”
মূলত পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই বিজেপি-র এই সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় প্রধান বক্তা ছিলেন জয় ব্যানার্জ্জী।সভা থেকেই জয় ব্যানার্জ্জী কখনও মুখ্যমন্ত্রীকে কখনও অভিষেক ব্যানার্জ্জীকে আক্রমণ করেন।