সংবাদদাতা–কৃষ্ণা দাস
Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৪৮
এসপিটি নিউজ, শিলিগুড়ি, ৩অক্টোবরঃ এমন কথা কি কেউ শুনেছেন! কেনা হল পেট্রল আর গাড়ির ট্যাঙ্কে মিলল কিনা জল। আর সেটাই ঘটেছে শিলিগুড়ির আমাইদিঘি পেট্রল পাম্পে। যা নিয়ে হুলস্থূল পড়ে যায়। শেষে পেট্রল পাম্প মালিককে মুচলেকা দিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়।
জানা যায়, বুধবার সকালে এক গাড়ির চালক ওই পাম্প থেকে প্রায় ছ’শো টাকার জেট পেট্রল তেল ভরান। এরপর গাড়ি নিয়ে পাম্প থেকে বেরিয়ে মূল সড়কে আসেন। ভালই চলছিল গাড়িটি, কিন্তু কিছুটা দূর যাবার পরই গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চিন্তায় পরে যান গাড়ির চালক।
এরপর গাড়ি থেকে নেমে যাবতীয় যন্ত্রাংশ, সরঞ্জাম প্রাথমিক পরীক্ষা করার পর গাড়ির ফিল্টার খুলতেই চক্ষু চড়ক গাছ। দেখেন ফিল্টার থেকে তেলের বদলে জল বেরোচ্ছে। রাস্তার ওপর বেশ কিছুক্ষন দাঁড়িয়ে থেকে শেষে অন্য গাড়ির সাহায্য নিয়ে পাম্পে ফিরে আসেন তিনি।
পাম্পে এসে সেখানকার কর্মী ও মালিককে বিষয়টি জানালে তারা উল্টে চড়াও হয় তার ওপর। এরপর বিষয়টি প্রমাণ দিতে ট্যাঙ্ক খুলে তেল বার করতে শুরু করলে দেখতে পান, সেখানে তেলের বদলে ট্যাঙ্ক থেকে জল বেরচ্ছে। ঘটনাটি নিয়ে শোরগোল পড়ে যায়! এরই মধ্যে অন্য এক গাড়ির চালক উপস্থিত হন ঘটনাস্থলে। তারও সেই একই অবস্থা। সেই গাড়ির চালক জানান, এদিনই সকালে তিনিও প্রায় বাইশ হাজার টাকার তেল ভরান ওই পাম্প থেকে। পাম্পের বাইরে গাড়ি বের করে একটু এগোতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়।
এইভাবে একের পর এক অভিযোগ আসতে শুরু করলে পাম্প মালিক সব অভিযোগ মেনে নিয়ে তাদের তেল মজুত করা ট্যাঙ্কটি পরীক্ষা করে দেখেন- সেখানে তেলের সাথে জল মিশে রয়েছে। যদিও পরবর্তীতে পাম্পের মালিক তাদের সমস্ত ভুল শিকার করে গাড়ির চালকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।
Published on: অক্টো ৩, ২০১৮ @ ২৩:৪৮