চলছে জার্সি বদলঃ ১ তৃণমূল বিধায়ক ও ‘প্রভাবশালী’ বিপ্লব মিত্র বিজেপিতে- উগরে দিলেন ক্ষোভ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

“তৃণমূলে থেকে কাজ করা সম্ভব নয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে।”

“লোকসভা নির্বাচনের আগেই মুকুল রায় তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।তখন যদি চলে যেতেন এক লাখ ভোটে তিনি জিততেন।”

Published on: জুন ২৪, ২০১৯ @ ২১:৪৩

এসপিটি নিউজ ডেস্ক: রাজনৈতিক জার্সি বদল সমানে চলছে। আজ দিল্লিতে সদলবলে বিজেপিতে যোগ দিলেন কালচিনির তৃণমূল কংগ্রেস বিধায়ক উইলসন চম্পামারি। তাঁর সঙ্গে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব মিত্র। বিজেপিতে যোগ দিয়েই উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ।

কৈলাস, মুকুল, অর্জুনের উপস্থিতিতে যোগদান

এদিন দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে এই যোগদান পর্ব ঘিরে ছিল সাজো সাজো রব। সেখানে কৈলাস বিজয়বর্গীর সঙ্গে উপস্থিত ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ। ছিলেন অর্জুন সিংও। সকলেই একটা কথা বললেন যে এটা তো সবে শুরু। এভাবে একের পর এক বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। যখন সকলেই দল ছাড়বেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাই আর থাকবে না।

কালচিনির বিধায়ক উইলসন চম্পামারি যা বললেন

কালচিনির তৃণমূল কংগ্রেস বিধায়ক উইলসন চম্পামারি বিজেপির জার্সি গায়ে চড়িয়েই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সুর চড়ান। বলেন- “তৃণমূলে থেকে কাজ করা সম্ভব নয়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে। বাংলা জানতে হবে। বাংলা ভাষা শিখতে হবে। এধরনের কথা বললে সেই দলে আর থাকা যায় না। তাই দল ছাড়লাম।”

‘প্রভাবশালী’ বিপ্লব মিত্র যা বললেন

দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন জেলা তৃণল সভাপতি বিপ্লব মিত্র একইভাবে বিজপির জার্সি গায়ে চড়িয়ে মমতার বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন-” লোকসভা ভোটে অর্পিতা ঘোষকে প্রার্থী না করার কথা জানিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি শুনলেন না। তাকেই প্রার্থী করে দিলেন। যার সঙ্গে সাধারণ মানুষের যোগ নেই সম্পর্ক নেই সে কিভাবে জিতবে? প্রশ্ন তোলেন দক্ষিণ দিনাজপুরের দক্ষ সংগঠক ‘প্রভাবশালী’ নেতা বিপ্লব মিত্র। তিনি আরও বলেন- ” লোকসভা নির্বাচনের আগেই মুকুল রায় তাঁকে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এমনকি বালুরঘাট কেন্দ্রে তাঁকেই প্রার্থী করা হবে বলেও জানানো হয়েছিল। তখন যদি চলে যেতেন এক লাখ ভোটে তিনি জিততেন।”

Published on: জুন ২৪, ২০১৯ @ ২১:৪৩

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 + = 80