Published on: নভে ৫, ২০২১ @ ০১:০৫
এসপিটি নিউজ, কলকাতা, ৫ নভেম্বরঃ প্রয়াত হলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ৭৫ বয়সে বর্ষীয়ান রাজনীতিবিদ তৃণমূল নেতা মারা যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শুক্রবার সকালে রবীন্দ্রসদনে প্রয়াত নেতার মরদেহ রাখা থাকবে তাকে শ্রদ্ধা জানানোর জন্য।
গত মে মাসে নারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তখনই তার হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। ২৫ অক্টোবর রুটিন চেকআপের জন্য তিনি এসএসকেএম হাসপাতালে আসেন। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ডাক্তাররা তাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হন।
হাসপাতাল সূতফ্রে খবর, বৃহস্পতিবার দুপুর থেকে গার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দু’বার হৃদরোগে আক্রান্ত হন।আইসিসি ইউ-তে নিয়ে যাওয়া হয়। শুরু হয় চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে রাত ৯টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৬ সালের ১৪ জুন বজবজে জন্ম সুব্রত মুখোপাধ্যায়ের। কলেজে পড়ার সময়ই তিনি চলে এসে হিলেন কলকাতায়। বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলেন। ছাত্র রাজনীতির সূত্রেই প্রিয় রঞ্জন দাশ্মুন্সির সঙ্গে যোগাযোগ। একসময় কংরেসের রাজনীতিতে প্রিয়-সুব্রত জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। ১৯৭১ সালে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রথম বার ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন। কলকাতার মেয়র থেকে মন্ত্রী সবেতেই তিনি তার সুনাম রেখে গিয়েছেন। বাংলার রাজনীতিতে তার নাম সম্মানের সঙ্গে উচ্চারিত হবে।
Published on: নভে ৫, ২০২১ @ ০১:০৫