Published on: আগ ১৬, ২০১৮ @ ১৫:০৯
এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৬ আগস্টঃ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অবস্থা সঙ্কটজনক। দিল্লির এইএমস-এ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে নিয়ে একটি স্বাস্থ্য বুলেটিন জারি করেছে। বলা হয়েছে-তাঁর অবস্থা এখনও গুরুতর এবং লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। বাজপেয়ী শ্বাসকষ্ট, প্রস্রাব ও কিডনির সংক্রমণ কারণে ১১জুন এইএমস-এ ভর্তি করা হয়। বিজেপি তাদের সব কার্যক্রম বাতিল করেছে। তাঁর সমস্ত আত্মীয়-পরিজনদের ডেকে পাঠানো হয়েছে হাসপাতালে। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ বৃহস্পতিবার দুপুরে এইএমস-এ পৌঁছন।এরপর একে একে বিজেপির প্রায় সমস্ত নেতা-মন্ত্রীরা সেখানে যান। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
চিকিৎসকরা বাজপেয়ীকে সুসস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে। তবে তাঁর শারিরীক অবস্থার কোনও উন্নতি হয়নি। একটু পরেই ফের বুলেটিন। তাতে আরও সাম্প্রতিক অবস্থার কথা।
ইতিমধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর বাড়ির সামনে দুটি মঞ্চ করা হয়েছে।সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সব মহলে একটা অশনি সংকেতের কিন্ত ইঙ্গিত মিলেছে। বিজেপি তাদের সমস্ত কর্মসূচি বাতিল করেছে।স্রকারি কর্মচারোদের ছুটি বাতিল করে দেওয়া হছে।
Published on: আগ ১৬, ২০১৮ @ ১৫:০৯