পঞ্চভূতে বিলীন হয়ে গেল মহাননেতার পার্থিব শরীর, মুখাগ্নি দিলেন দত্তক কন্যা নমিতা
Published on: আগ ১৭, ২০১৮ @ ২১:২৬ এসপিটি নিউজ, নিউ দিল্লি, ১৭ আগস্টঃ শুক্রবার সন্ধ্যায় পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে একত্রিত করা হয়। যমুনা ঘাটের ‘জাতীয় স্মৃতিসৌধ’-এর উপর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয়।তাঁর দত্তক কন্যা নমিতা ভট্টাচার্য। পিতা অটল বিহারী বাজপেয়ীর মুখাগ্নী করেন। এইসময় উপস্থিত সমস্ত মানুষ হাত জোড় করেছিলেন। […]
Continue Reading