-
মাথাভাঙায় নির্বাচনী জনসভায় মমতা বললেন বিজেপি এবার খুব বেশি হলে ১২%টি আসন পাবে।
-
নরেন্দ্র মোদিকে বললেন “তুমি তো মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদাদা, হিটলারের জ্যাঠামশাই, ফ্যাসিবাদি শক্তি।”
-
“মোদি হলেন ঔদ্ধত্যপূর্ণ এক্সপায়ারি প্রধানমন্ত্রী। সবসময় তিনি প্রচার চান। তাই কখনো তিনি ফিল্মস্টার, কখনো তিনি অ্যাকটর, কখনো তিনি মিথ্যাচার, কখনো তিনি ভ্রষ্টাচার, কখনো তিনি কুষ্ঠাচার, কখনো তিনি ভেকু চৌকিদার।”
Published on: এপ্রি ৪, ২০১৯ @ ১৯:৩৭
এসপিটি নিউজ, মাথাভাঙা, ৪ এপ্রিলঃ পশ্চিমবঙ্গে বিজেপির একমাত্র বাধা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা গতকালের শিলিগুড়ি ও কলকাতায় ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ভাষনে পরিষ্কার করে দিয়েছেন। এ রাজ্যের উন্নয়নের গতি শ্লথ এই অভিযোগ করে বলেন যে এখানে একটি স্পিড ব্রেকার আছে যাকে এখানে মানুষ দিদি বলে জানে। একই সঙ্গে মোদি তৃণমূল কংগ্রেসকে লুঠেরা বলেও তোপ দাগেন। আজ বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙায় দলীয় প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদির বিরুদ্ধে ফের সমস্ত রাগ আর ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বক্তৃতার বেশির ভাগই ছিল মোদিকে আক্রমণ করে ভাষণ।মোদির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন-“পাঁচ বছর আগে ছিলেন চাওয়ালা, পরে হলেন ঝুঠা চৌকিদার আর এবার ভোটের পর কাঁচাকলার দোকান খোলো।”
মোদিকে ঝুঠা চৌকিদার বলে তোপ মমতার
1) মাথাভাঙায় বক্তব্য রাখতে গিয়ে মোদিকেই আক্রমণের নিশানা বানান মমতা।বলেন-“ভোটের আগে চাওয়ালা এবার চৌকিদার সেজেছেন। অনেকেই চৌকিদারের কাজ করেন। আমরা তাদের সম্মান করি। কিন্তু তুমি তো চৌকিদার সেজেছো। তুমি তো ঝুঠা চৌকিদার।দেশে ১২ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। কি করেছো তুমি?”
“কি করে যে এই লোকটা প্রধানমন্ত্রী হলেন, কে জানে!”-মমতা
2) “বলছে বাংলা আমার চাই। বাংলায় ক্ষমতায় এলেই এনআরসি বা নাগরিক পঞ্জি চালু করব। সবাইকে তাড়াব। অত সোজা। তোমরা আসামে ২২লক্ষ হিন্দু মানুষদের নাম বাদ দিয়েছো। ২৩লক্ষ মুসলমান মানুষদের নাম বাদ দিয়েছো।বাংলায় ক্ষমতায় এসে সবাইকে তাড়িয়ে দেবে বলছে। কেন, উনি কি সবাইকে খাওয়ান নাকি? কি করে যে এই লোকটা প্রধানমন্ত্রী হলেন, কে জানে!ওর শরীরের রক্তের দাগ লেগে আছে। মোদিবাবু যতই চেষ্টা করো না কেন, এক্সপায়ার ডেট হয়ে গেছে। ওই ওষুধ আর কাজ করবে না।”
বিজেপি এবার কটা আসন পাবে-মমতা তা নিয়েও করলেন ভবিষ্যদ্বানী
3) এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের মতো করে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি জোট কতগুলি আসনে জিততে পারে তার একটা পরিসংখ্যান তুলে ধরেন। মমতার দাবি- “উত্তরপ্রদেশে গতবার বিজেপি ৮০টির মধ্যে ৭৩টিতে জিতেছিল। এবার তা কমে দাঁড়াবে ১০ থেকে ১৫টি। খুব বেশি হলে ২০ থেকে ২৫টি। এরপর মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, সব মিলিয়ে ছিল ৬০টি এবার তা কমে দাঁড়াবে ৩০টি। এরপর দ. ভারত, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, তামিলনাড়ু, উড়িষ্যা, বাংলা। এখানে ১৫১টি আসনের মধ্যে গতবার পেয়েছিল ২১টি এবার খুব বেশি হলে ২৫টি হবে। সব মিলিয়ে দাঁড়াচ্ছে কত ৫৪৩-এর মধ্যে ১২৫।”
4) “ইধার নয় উধার। হঠাৎ করে অতুল রায়কে দিল্লি নিয়ে গেলেন। বললেন রাজবংশীদের নিয়ে ভাবছি। পাঁচ বছরে তুমি ভাবার সময় পেলে না এখন বলছো ভাবছি- হরিদাস। তোমার আর ভাবার দরকার নেই। বিমল গুরুংকে দিল্লি নিয়ে চলে গেল। বাংলা আর পাহাড়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। পাহাড়ে আগুন জ্বালিয়ে দিল। আর তুমি তো মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদাদা, হিটলারের জ্যাঠামশাই, ফ্যাসিবাদি শক্তি। যা ইচ্ছে তাই করে যাচ্ছে।”
“কেন তোমার সিনেমা দেখবে, ভাই?” মোদিকে তোপ মমতার
5) হঠাৎ মনে হল নোট বন্দি করে দিল। হঠাৎ মনে হল জিএসটি চালু করে দিল। হঠাৎ মনে হল উনি চৌকিদার হয়ে গেলেন। হঠাৎ মনে হল উনি একটা টিভি চ্যানেল করে ফেললেন। হঠাৎ মনে হল উনি রাজা হয়ে গেলেন। হঠাৎ মনে হলে উনি নিজের নামে জামা-কাপড় করে ফেললেন। আর এখন তো আবার নিজের নামে সিনেমাও করে ফেললেন।”
6) মোদির নামে সিনেমা তৈরি হওয়ায় তা একেবারে সহ্য করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ক্ষেপে গিয়ে বলে ওঠেন- “লোকে সিনেমা দেখতে হলে মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বোস, বাবা সাহেব আম্বেদকর, পঞ্চাওনন বর্মার মতো মহান মানুষদের সিনেমা দেখবে। কেন তোমার সিনেমা দেখবে? তোমায় কেন দেখবে ভাই? কি করেছো, তুমি দেশের জন্য?আসলে কখনও খরগোশ নিজের চেহারা লুকিয়ে রাখে। আসলে উনি হলেন ঔদ্ধত্যপূর্ণ এক্সপায়ারি প্রধানমন্ত্রী। সবসময় তিনি প্রচার চান। তাই কখনো তিনি ফিল্মস্টার, কখনো তিনি অ্যাকটর, কখনো তিনি মিথ্যাচার, কখনো তিনি ভ্রষ্টাচার, কখনো তিনি কুষ্ঠাচার, কখনো তিনি ভেকু চৌকিদার। মানুষের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছেন।”
7) “একটা বাড়িতে সকলে মিলে থাকি। সেখানে কাকা-জ্যাঠা, ভাইপো-ভাইজি থেকে শুরু করে দাদা-বৌদি, কাউ-কাকিমা সবাই মিলেই থাইকি। তেমনি ভারতেও সবাই মিলে বাস করি। এখানে হিন্দু-মুসলিম-শিখ-বৌদ্ধ থেকে শুরু করে নানা ভাষাভাষির মানুষ বাস করে। এটাই নিয়ম।য়ামরা শুধু ভাত খাই? ভাতের সঙ্গে ডাল খাই। ডালের সঙ্গে একটা তরকারি খাই। একতার জায়গায় একাধিক খাবার খাই। ইচ্ছে হলে। আর বিজেপির লোকেরা নিজেরা সব খাবে অন্যকে খেতে দেবে না।
বিজেপি প্রার্থীর জামানত জব্দ করতে বললেন মমতা
8) “বাংলা পথ দেখাবে। বাংলায় ৪২-এ ৪২টি হবে। মায়েরা উলুধ্বনি দিন। ভাইয়েরা হাততালি দিন। দিল্লিতে পরিবর্তন হবেই হবে। মোদিকে বিদায় দিন। বিজেপিকে ভালো করে কবর দিন। আর আপনাদের এখানে যেটা দাঁড়িয়েছে। সেটাকে আমরা তাড়িয়ে দিয়েছি অনেক আগে। ওটা আর্মস বিক্রি করা লোক। অর জামানত জব্দ করে দিন।”
ঝুঠা চৌকিদারকে বদলাবেন তো? মনে রাখবেন আমরা মা-দূর্গার জাত। এই দেশটাকে সবাইকে ভালোবাসতে হবে।মনে রাখবেন প্রথম ভোট আপনারাই। আপনাদের থেকেই শুরু হবে জয়। তাই ভালোভাবে ভোট দেবেন। আর বিজেপিকে বলবেন-তোমরা পাঁছ বছর আগে ছিলে চাওয়ালা। পরে হলে ঝুঠা চৌকিদার আর এবার ভোটের পর তোমরা কাঁচাকলার দোকান খোলো।”
Published on: এপ্রি ৪, ২০১৯ @ ১৯:৩৭