সেনাবাহিনীর জওয়ানকে স্যালুট জানাল এই শিশু-দেশবাসী বলছে এটাই হল আমাদের ভারত

দেশ
শেয়ার করুন

Published on: এপ্রি ৪, ২০১৯ @ ২০:৩৩

এসপিটি নিউজ ডেস্কঃ সোশ্যাল নেটওয়ার্কে একটি ছবি ভাইরাল হতেই তা নিয়ে শুরু হয়ে গেছে আলচনা। যেখানে দেখা গেছে একটি শিশু সেনাবাহিনীর জওয়ানকে স্যালুট করছে। তা দেখে সেই জওয়ানও শিশুটিকে স্যালুট করেই তার জবাব দিচ্ছে। যা দেখে মুগ্ধ গোটা দেশ। ছবিটা এত বেশি ভাইরাল হয়েছে যে রীতিমতো প্রচারের আলোয় চলে এসেছে ছবিটি।

তবে ছবিটি ভারতের কোন এলাকার কিংবা কে ছবিটি তুলেছে সেটা জানা সম্ভব হয়নি। তবে ছবিটির বিষয়বস্তু কিন্তু সমস্ত ভারতীয়ের মনকে নাড়া দিয়ে গেছে।

এটা এমন এক সময় হয়েছে যখন পুলওয়ামা হামলার পর থেকে গোটা দেশের মানুষের মধ্যে সেনাবাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা বেড়েছে অনেক। শ্রদ্ধা আগেও ছিল। কিন্তু এবার তা আরও অনেক বেশি হয়েছে। সারা দেশের মানুষ আরও আপ্লুত জওয়ানদের নিয়ে এই কারণে যে আমাদের প্রবল শত্রু দেশ পাকিস্তান থেকে মাথা উঁচু করে ফিরে এসেছেন ভারতীয় বায়ুসেনার অফিসার অভিনন্দন ভর্তনের। এমনকী পাকিস্তানের বালাকোটে বায়ুসেনার জওয়ানরা এয়ার স্ট্রাইক করে গুঁড়িয়ে দিয়ে এসেছে সেখানকার জঙ্গিঘাঁটি।

শিশুর মধ্যেও দেশভক্তির প্রকাশ দেখে উচ্ছ্বসিত সকলে

1) এই পরিস্থিতিতে এই ছবিটির গুরুত্ব অনেক খানি বেড়ে গেছে। ছবিটিতে দেখা যাচ্ছে শিশুটি এক গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় যখন সে সেনার জওয়ানকে দেখতে পায় তখন সে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে স্যালুট জানায়। কর্তব্যরত সেই জওয়ানও কিন্তু শিশুটিকে সম্মান জানাতে ভোলেননি। তিনিও ওই অবস্থাতেই সেখানে দাঁড়িয়ে শিশুটির দিকে তাকিয়ে স্যালুট করেন এবং তাঁর মুখমন্ডলে খুশি ধরা পড়ে।

2) সোশ্যাল নেটওয়ার্কে যারা ছবিটি দেখেছেন তাদের অনেকেই ছবিটি লাইক করেন এবং কমেন্ট করে লেখেন- একজন শিশুর মধ্যেও কিন্তু দেশভক্তির ছোঁয়া দেখতে পাওয়াটা পরম সৌভাগ্যের। আজ জওয়ানদের জন্যই আমরা দেশের মধ্যে সুরক্ষিত আছি। আজ শিশুটির মধ্যেও কিন্তু জওয়ানের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। এক শিশুর মধ্যেও দেশের জওয়ানের প্রতি এমন উচ্ছ্বাস সত্যিই মন কেড়ে নেয়। এটাই হলা আমাদের আসল ভারতের ছবি। এই হল আমাদের প্রিয় দেশ ভারত। ইয়ে হ্যায় মেরা ইন্ডিয়া। এহি তো আসলি ভারত।

Published on: এপ্রি ৪, ২০১৯ @ ২০:৩৩

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 + = 96