সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ২৫, ২০১৮ @ ২০:১১
এসপিটি নিউজ, ক্যানিং, ২৫ জানুয়ারিঃ এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের বারুইপুরের পুলিশের জালে ধরা পড়ল আগ্নেয়াস্ত্র পাচারকারীরা।মাত্র কয়েক দিন আগে বারুইপুর পুলিশের জালে ধরা পড়েছিল তিনজন আগ্নেয়াস্ত্র পাচারকারী। ঘন ঘন আগ্নেয়াস্ত্র পাচারকারী ধরা পড়ায় পুলিশকে নতুন করে ভাবাতে শুরু করেছে।বৃহস্পতিবার তিনজনকে ধরা হয় ক্যানিং থানার মাতলা ব্রিজের কাছ থেকে।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি লং রেঞ্জ রাইফেল ও তিনটি মোবাইল ফোন, প্রায় সাড়ে ছয় হাজার টাকা।প্রজাতন্ত্র দিবসের আগে ফের এক বড় সাফল্য পেল বারুইপুর জেলা পুলিশ।
বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল টিম হানা দেয় ক্যানিং থানার মাতলা ব্রীজ সংলগ্ন এলাকায়।তিনজন তখন কলকাতা থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আটো করে আসছিল।তারা যখন ব্রিজের কাছে আসে ঠিক সেই সময় পুলিশ তাদের ঘিরে ফেলে। পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।পুলিশের জালে ধরা পড়ে যায় তারা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ধৃতরা এই আগ্নেয়াস্ত্র নিয়ে বাসন্তী হয়ে গোসাবার পাঠানখালি এলাকায় যাচ্ছিল। ধৃতরা হল গোসাবার গোপালকাটার মোজফ্ফর লস্কর(৪৫), সালাম মোল্লা(২৪) ও বাসন্তীর ছোট কলাহাজরা গ্রামের হাসেম মোল্লা(৩৪)।
পুলিশ জানিয়েছে, ধৃতরা কলকাতা থেকে বন্দুক কিনে গোপনে যাত্রীবাহী অটোতে চেপে এই আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলI সেই সময় তাদেরকে ধরে ফেলা হয় মাতলা ব্রীজের কাছেI প্রজাতন্ত্র দিবসের আগের দিন আগ্নেয়াস্ত্র নিয়ে তারা কোথায় যাচ্ছিল তা ভাবিয়ে তুলেছে পুলিশকে। জবাব জানতে চলছে ধৃতদের জিঞ্জাসাবাদ। তোলা হয় তাদের আলিপুর আদালতে।