
এসপিটি নিউজ, ঝাড়গ্রামঃ স্কুলে আজ ছাত্র সংখ্যা ছিল ১০০ জন।অথচ মিড ডে মিলের জন্য হিসেব পাঠানো হয়েছ ২২০ জনের। এখানেই শেষ নয়, তিন মাসের জন্য স্কুলের জন্য বরাদ্দ ছিল ৭৬ বস্তা চাল।এখন সেখানে মজুত আছে মাত্র ১১ বস্তা চাল। এমনই অভিযোগে ফের খবরের শিরোনামে ঝাড়গ্রামের হাড়দা হাইস্কুল।অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে।খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
পাশাপাশি স্কুলের ছাত্র দের পোশাক দিয়ে সেই পোশাক-এর টাকা পাচ্ছিলেন না সংঘের মহিলারা। বারবার বলেও কোনো ফল না হওয়ায় আজ মিড ডে মিল সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে প্রধান শিক্ষক কে তালা বন্ধ করে রাখে গ্রামবাসীকরা। অভিযোগ, গত সেপ্টেম্বর মাসেই মিড-ডে-মিল সঠিক ভাবে না খাওনোর জন্য গ্রামবাসীরা ঘেরাও করেছিল প্রধান শিক্ষককে। সাথে স্কুল পরিচালনার আর্থিক নয়ছয়ের অভিযোগও ছিল। পুলিশি হস্তক্ষেপে সেবার মুক্তি পায়। তারপরেও কোনো রকম শিক্ষা না নিয়ে নিজের খুশিমত স্কুলের টাকা নয় ছয় করেছেন বলে অভিযোগ সংঘের মহিলা ও গ্রামবাসীদের। শেষে বেলা ৫ টা নাগাধ ব্লক প্রশাসনের হস্তক্ষেপে ঘেরাও ওঠে। এবং তালা খোলা হয় স্কুলের।