Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ২৩:১৭
এসপিটি নিউজ ডেস্কঃ পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০জন জওয়ানের শহীদ হওয়ার খবরে গোটা দেশ উত্তাল। চলছে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। আর এই সময় এমন সিদ্ধান্ত অত্যন্ত প্রাসঙ্গিক। আর তাই দেরী করেনি তারা। ‘ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া’ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার ইম্রান খানের ছবি ঢেকে দিল।
শুক্রবারই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সিসিআই-এর সদর দফতর মুম্বই-এর ব্র্যাবোর্ন স্টেডিয়ামেই অবস্থিত। ‘ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া’র ক্যাম্পাসেই আছে বিশ্বের মহান ক্রিকেটারদের ছবি।
আর তার মধ্যেই আছে ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক ইমরান খানের ছবি।সিসিআই সভাপতি প্রেমল উধানি শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত নেন।দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করেছি যে এই সময় এখানে ইম্রান খানের ছবি থাকা ঠিক হবে না। পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ জওয়ানের শহীদ হওয়ার ঘটনায় গোটা দেশ আজ স্মভিত এবং ক্রুদ্ধ। আর তাই আমরা ঠিক করেছি ইমরান খানের ছবি ঢেকে রাখা হবে। তবে কবে এই ছবির উপর থেকে পর্দা উঠবে তা এখন বলা যাচ্ছে না।
Published on: ফেব্রু ১৬, ২০১৯ @ ২৩:১৭