Published on: মার্চ ৯, ২০১৮ @ ০০:১৪
এসপিটি নিউজ, মেদিনীপুর, ৮ মার্চঃ রোজকার মতো বৃহস্পতিবারও এসেছিলেন কাজে। মেদিনীপুর জেলা আদালতের পাবলিক প্রসিকিউটার বা পিপি-র চেম্বারে কাজ করতেন অসিত কুমার দাস (৪৮)। কিন্তু পরে সেই ঘর থেকেই পাওয়া যায় তার ঝুলন্ত মৃতদেহ।ঠিক কি কারণে আদালত কর্মীর এমন অস্বাভাবিক মৃত্যু হল তা নিয়ে পুলিশ অবশ্য মুখ খোলেনি। ঘটস্থল থেকে অবশ্য পুলিশ একটি সুইসাইডাল নোট উদ্ধার করেছে। তদন্তের স্বার্থে সেটি অবশ্য প্রকাশ্যে আনেনি তারা।
জানা গেছে, গত ৩০ বছর ধরে অসিতবাবু মেদিনীপুর আদালতে পিপির চেম্বারে কাজ করছেন। বৃহস্পতিবার সকাল সকাল সাড়ে আটটা নাগাদ পিপির চেম্বারে তালা-চাবি খুলে কাজ শুরু করেন। বেলা ৯টা ৫ মিনিটে নিরাপত্তা রক্ষী পিপির চেম্বারে ঢুকে দেখে ঘরের সিলিং ফ্যানে ঝুলছে অসিতবাবু। খবর পেয়ে দ্রুত আসেন পিপি রাজকুমার দাস। খবর দেওয়া হয় কোতয়ালী থানায়। আদালত কর্মীরাও সেখানে ভিড় করেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। তদন্ত শুরু করে তারা। পিপি রাজকুমারবাবু জানান, “অসিতবাবু তাঁর চেম্বারের বিশ্বস্ত কর্মী ছিলেন। ওর মৃত্যু আমাকে অবাক করেছে। তিন দিন আগে আমাকে বলেছিল আর সে কাজে আসবে না। তা ও যে এভাবে চলে যাবে তা আমাকে অবাক করেছে।”
অসিতবাবুর মৃত্যুতে এদিন মেদিনীপুর আদালতে কাজ কর্ম বন্ধ রাখা হয়।
Published on: মার্চ ৯, ২০১৮ @ ০০:১৪