পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের নানা মত

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                     

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ২৩:৩৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারিঃ তামিলনাড়ু, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বহু জায়গাতেই শাসক, বিরোধী সব পক্ষই নিজেদের মতো করে জোট করে নিয়েছে। বিজেপিকে ঠেকাতে বহু রাজ্যেই জোট ইতিমধ্যে হয়ে গেছে। অথচ যে রাজ্য সব চেয়ে বেশি বিজেপি বিরোধিতার কথা বলে জোটের জন্য সবাইকে একত্রিত করা্র কথা বলে আসে সেই পশ্চিমবঙ্গেই কিন্তু জোটের জটে আটকা পড়ে গেছে।তৃণমূলকে বাদ দিয়েই কংগ্রেস-সিপিএমের মধ্যে জোট হওয়া নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসু হবে তা নিয়ে কিন্তু গুঞ্জন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

বেশ কয়েকটি আসন ছাড়া নিয়ে এখনও পর্যন্ত ঐক্যমতে পৌঁছতে পারেননি বাম-কং নেতারা। কেউ বলছেন এটা হবে তো আবার কেউ বলছেন ওটা। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী প্রদেশ সভাপতি সোমেন মিত্রকে জানিয়ে দিয়েছেন কংগ্রেস যেন তার নিজের সম্মান না হারায়। জোট করতে গিয়ে যেন কংগ্রেস নিজের আসনকে যেন বামেদের হাতে তুলে না দেয়। আর তাই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র সাফ জানিয়ে দেন যে প্রয়োজনে কংগ্রেস রাজ্যে ৪২টি আসনেই লড়বে।

ইতিমধ্যে মুর্শিদাবাদের বহরমপুর আসনটি সিপিএম কংগ্রেসকে ছেড়ে দিয়েছে। যদিও ওই আসনটি ছাড়ার মালিক কিন্তু সিপিএম নয়। ওই আসনটিতে বরাবর প্রার্থী দিয়ে এসেছে আরএসপি। তাই তারা ওই আসনটি ছাড়তে নারাজ। যা নিয়ে কংগ্রেসের ভিতরেও অসন্তোষ দেখা দিয়েছে। একই রকম ভাবে রায়গঞ্জের আসনটি নিয়েও সিপিএমের সঙ্গে কংগ্রেসের মন কষাকষি শুরু হয়েছে। ওই আসনটি বর্তমানে সিপিএমের জেতা আসন। কিন্তু আসনটির দাবিদার আবার কংগ্রেস। তাই কংগ্রেস ওই আসনটি ছাড়তে চাইছে না।

কিন্তু বা্মফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আবার বলেছেন- “আমরা বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোটে যেতে রাজী আছি। সিপিএম তৃতীয় কিংবা চতুর্থ স্থানের জন্য লড়ে না। তাই আমরা ২০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শরিক ফরোয়ার্ড ব্লক, আরএসপি ও সিপিআই তিনটি করে আসনে লড়বে। বাকি ১৩টি আসন আমরা কংগ্রেসকে ছেড়েছি। এখানেই আপত্তি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি রাখঢাকা না করে বলেই দিয়েছেন- কংগ্রেস কি ভেসে গেছে? এতই খারাপ দশা হয়েছে নাকি কংগ্রেসের? আমরা তো বলেই দিয়েছি মালদহ আর মুর্শিদাবাদ বাদ দিয়ে আসন রফা করতে হবে। তা না হলে আমরা ৪২টি আসনেই লড়ব।”

অথচ আজ মেদিনীপুরে এক কর্মী সম্মেলনে গিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র বললেন- বিজেপিকে রুখতে আর তৃণমূলকে দুর্বল করতেই বামদের সঙ্গে তাদের জোট করতে হচ্ছে। এই জোটের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। দু’পক্ষের আলোচনা ফলপ্রসু হবে।তিনি বলেন- কংগ্রেস ১৯টি রাজ্যে একাই বিজেপির সঙ্গে লড়ছে।বাকি ৭টি রাজ্যে সমভাবাপন্ন রাজনৈতিক দলের সাথে ধর্মনিরপেক্ষ জোট করে কংগ্রেস নির্বাচনে লড়াই করবে। তবে শেষ পর্যন্ত কি হবে তার জন্য আর কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে।

Published on: ফেব্রু ২৪, ২০১৯ @ ২৩:৩৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 15 = 16