
Published on: আগ ২৮, ২০২০ @ ২১:৫৪
এসপিটি নিউজ: সেপ্টেম্বর মাসে এ রাজ্যে কলজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক ভার্চুয়াল সভা থেকে একথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন -” ইউজিসি-র পক্ষ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে পরীক্ষাটা স্থগিত করে পরে করা যেতে পারে তা সেটা ১৫ দিন কিংবা ৩০ বাদেও হতে পারে ডিসাস্টার আইন অনুযায়ী।সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে।আর স্কুল তো হবেই না। পরিষ্কার বলে দিচ্ছি-স্কুল তো হবেই না। এটা আমাদের হাতে আছে, তাই আমরা মানুষকে ডিস্টার্ব করব না। অনলাইন ক্লাস যেমন চলছে তেমন চলবে। আর অফলাইন পরিস্থিতি বুঝে নেওয়া যেতে পারে। মিনিমাম যেটুকু না করলে নয়। তবে শুধু দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস হতে পারে। আমি শিক্ষামন্ত্রীকে বলছি আইন মেনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটা সামনের সপ্তাহের মধ্যে ছাত্র-ছাত্রীদের যেন জানিয়ে দেওয়া হয়।” একই সঙ্গে দিন তিনি JEE এবং NEET-এর পরীক্ষার দিন নিয়েও কেন্দ্রের সমালোচনা করেন।
Published on: আগ ২৮, ২০২০ @ ২১:৫৪