
সংবাদদাতা-সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়
Published on: জানু ২৮, ২০১৮ @ ২০:৩১
এসপিটি নিউজ,বারুইপুর,২৮ জানুয়ারিঃ আগামি পঞ্চায়েত নির্বাচনে সিপিএম বসার জায়গা পাবে না। মানুষের ভালবাসার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের কাছে বেড়েছে দলের গ্রহণযোগ্যতা। বিরোধীরা ঠিকানা খুঁজে পাবে না।এমন হুঁশিয়ারি দিলেন দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা মন্ত্রী শোভন চট্টপাধায়।
রবিবার দুপুরে জয়নগরের মরিসর মতিলাল খেলার মাঠে জয়নগর ১ তৃণমূল কংগ্রেসের সন্মলনে এসে একথা বলেন জেলা সভাপতি তথা মন্ত্রী শোভন চট্টপাধা।
এদিনের সভায় ছিলেন জেলা পরিষদের পূর্ত আধিকারিক আবু তাহের সরদার,বিধায়ক বিশ্বনাথ দাস,নির্মল মণ্ডল,বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী।
এদিন মন্ত্রী আরও বলেন,উন্নয়নের কথা মানুষের কাছে নিয়ে যেতে হবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বরদাস্ত করা হবে না অন্যায়কারীদের ।
Published on: জানু ২৮, ২০১৮ @ ২০:৩১