সংবাদদাতা-বাপ্পা মণ্ডল ছবি-রামপ্রসাদ সাউ
Published on: জানু ১, ২০১৮ @ ২৩:৫২
এসপিটি নিউজ, মেদিনীপুরঃ দুর্ঘটনা এড়াতে রাজ্যজুড়েই চলছে অভিযান। এবার সেই অভিযানে সক্রিয়ভাবে নিজেদের যুক্ত করল পশ্চিম মেদিনীপুর পুলিশ। ২০১৮ সালের প্রথম দিন থেকেই নয়া উদ্যোগ নিল তারা। নেশা করে গাড়ি চালানো বন্ধ করতে “অ্যালকোহল ব্রেথ টেস্টার” হাতে রাস্তায় নেমে পড়লেন মেদিনীপুরের ট্রাফিক পুলিশ।ইংরাজি নববর্ষের সূচনাতে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মেদিনীপুরের মানুষ।
২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্দন থানা এলাকায় একাধিক পথ দুর্ঘটনা ঘটে। যার মধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালকদের একটা অংশের ক্ষেত্রে দেখা গেছে, তারা নেশাগ্রস্ত ছিল। বিশেষ করে মোটর বাইক চলকদের ক্ষেত্রের এই প্রবণতা বেশি দেখা গেছে। ফাঁকা রাস্তায় বহু অল্প বয়সী যুবকদের নেশা করে বাইক চালাতে দেখেছে পুলিশ। কিছু ক্ষেত্রে ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রে তারা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেত।
আজ ছিল নববর্ষের প্রথম দিন। এদিন বহু কিশোর-তরুণ-যুবকদের বাইক নিয়ে রাস্তায় বের হতে দেখা গেছে। আর প্রথম দিনেই যাতে কোনওরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশ ছিল সদা সতর্ক। তারা হাতে “অ্যালকোহল ব্রেথ টেস্টার” বা “এবিটি” হাতে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে প্রহরায় ছিলেন।প্রায় প্রতিটি বাইক চালককে রাস্তায় দাঁড় করিয়ে দেন তারা। এরপর “এবিটি”র নল মুখের মধ্যে পুড়ে দিয়ে পরীক্ষা করে দেখে নেন যে চালক নেশাগ্রস্ত কিনা! টেস্টার “ওকে” জানালেই ছেড়ে দেওয়া হচ্ছিল চালকদের।
এমন সুন্দর ব্যবস্থা দেখে পুলিশের কাজের প্রশংসা করতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলেন, এমন উদ্যোগ আগে কোনওদিন নেওয়া হয়নি মেদিনীপুরে। এই ব্যবস্থা জারি থাকলে দুর্ঘটনার প্রবণতা অনেকটাই রোধ করা যাবে বলে মনে করেন শহরের মানুষ।
Published on: জানু ১, ২০১৮ @ ২৩:৫২