23 জানুয়ারি নেতাজীর জন্মদিনটি সারা রাজ্যজুড়ে ‘দেশ নায়ক দিবস’ হিসেবে পালন করা হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Published on: জানু ৪, ২০২১ @ ১৮:৪২
এসপিটি নিউজ: কেন্দ্রের সরকার নেতাজীকে মর্যাদা দেয়নি। তাই আমরা পশ্চিমবঙ্গ সরকার আমাদের মতো করে নেতাজীর প্রতি সম্মান প্রদর্শন করব। আর সেইদিকে খেয়াল রেখে এবার বাংলায় গড়া হবে ‘বেঙ্গল প্ল্যানিং কমিশন’। যেখানে আমরা অর্মত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতামত নেব। একই সঙ্গে 23 জানুয়ারি নেতাজীর জন্মদিনটি সারা রাজ্যজুড়ে ‘দেশ নায়ক দিবস’ হিসেবে পালন করা হবে। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গড়েছিলেন নেতাজী সুভাষ চন্দ্র বসু। প্ল্যানিং কমিশনের চিন্তাধারা বেরিয়েছিল নেতাজীর মাথা থেকে। আগে আমরা দিল্লিতে যেতাম। সেখানে আমাদের মতামত জানাতে পারতাম। এখন তো প্ল্যানিং কমিশনটাকেই বর্তমান কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে। সেখানে কি যে হয় কে জানে! আমরা তাই ঠিক করেছি প্ল্যানিং কমিশনের আদলে বাংলায় ‘বেঙ্গল প্ল্যানিং কমিশন’ গড়ছি। সেখানে আমরা অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতামত নেব। ”
মমতা আরও বলেন- কেন্দ্র কিছু না করলেও আমরা নেতাজীর সম্মান জানাতে বাংলায় নেতাজীর আজাদ হিন্দ বাহিনীর স্মৃতিতে একটি মনুমেন্ট গড়ব। নেতাজির নামে বিশ্ববিদ্যালয় গড়ব। অর্থাৎ
“আমি ব্যক্তিগতভাবে অনুভব করি আমরা স্বাধীনতার পরে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্য কোনও গুরুত্বপূর্ণ কাজ করিনি। আমি 23 জানুয়া্রি, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী, জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে একটি চিঠি লিখেছি। এটি আমার দাবি।” জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
23 জানুয়ারি, পুলিশ ব্যান্ড সহ শ্যামবাজার থেকে কলকাতার নেতাজি স্ট্যাচু পর্যন্ত একটি র্যালি বের করা হবে। 23জানুয়ারি নেতাজির জীবনের ভিত্তিতে থিমের উপরে একটি ঝকঝকে প্রদর্শনীও করা হবে বলে জানিয়েছেন মমতা।
Published on: জানু ৪, ২০২১ @ ১৮:৪২