Gangsagar Mela 2021: তীর্থযাত্রীদের সহায়তায় হাজির ‘সাগরবন্ধু’, থাকছে ৬০০ শয্যার কোভিড হাসপাতাল

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

মেলায় আসার জন্য মোট ২,২৫০টি সরকারি বাস, ৫০০টি বেসরকারি বাসের ব্যবস্থা করেছে সরকার।
রাখা হয়েছে ১০০টি লঞ্চ, ব্যবহার করা হবে ২১টি জেটি।
মেলায় নজরদারি চালাতে ১০৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন ক্যামেরা রাখা হয়েছে।
 Published on: জানু ৪, ২০২১ @ ২১:১৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ: করোনা কালে এবছর গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের জন্য কোভিড স্বাস্থ্যবিধির সুব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকথা বিস্তারিতভাবে জানিয়ে বলেন যে এবার মেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে তীর্থযাত্রীরা যাতে গঙ্গাসাগর মেলায় কোভিড স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলেন তার জন্য তাদের সহায়তা করতে হাজির থাকবে ‘সাগরবন্ধু’।

সাগরবন্ধু’র কাজ কি

করোনা কালে এবার গঙ্গাসাগর মেলা হচ্ছে। প্রতিবারের মতো এবারেও মেলায় দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ আসবেন। তাই কোনওভাবেই যাতে করোনার সংক্রমণ না ছড়াতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আগে থেকেই এই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। সকল তীর্থযাত্রী যাতে কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য ৮০০ জনের একটি টিম গঠন করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘সাগরবন্ধু’। কলকাতা থেকে যে সমস্ত বাস সাগরের উদ্দেশ্যে রওনা হবে তাতে একজন করে ‘সাগরবন্ধু’ থাকবে। যারা তীর্থযাত্রীদের কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলতে সাহায্য করবে।

কোভিড স্বাস্থ্যবিধি নিয়ে গঙ্গসাগর মেলায় বিশাল আয়োজন
  • গঙ্গাসাগর মেলায় যে সমস্ত তীর্থাযাত্রীরা যাবেন তাদের জন্য ১৩টি পয়েন্টে স্ক্রিনিং চেক হবে।
  • র‍্যাপিড টেস্ট করা হবে ১৩টি জায়গায়। পিসিআর হবে আটটি জায়গায়।
  • ৬০০ শয্যার কোভিড হাসপাতাল করা হয়েছে।
  • আটটি সেফ হোম, ১১টি কোয়ারেন্টাইন সেন্টার, পাঁচটি আইসোলেশন-এর ব্যবস্থা করা হয়েছে।
  • কোভিড ছাড়াও অন্যন্য রোগীদের জন্য ৩০০ শয্যার ব্যবস্থা থাকছে।
  • গুরুতর রোগীদের জন্য তজাকছে গ্রিন করিডর।
  • এছাড়াও তিনটি এয়ার অ্যাম্বুলেন্স, দু’টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং কোভিড ও নন-কোভিড রোগীদের জন্য মোট ১০০টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখা হয়েছে।
মেলায় যোগাযোগ ও সুরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব

গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের সুরক্ষায় এবং মেলা প্রাঙ্গনে সুষ্ঠূ পরিবেশ বজায় রাখতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এজন্য মোট ১০৫০টি সিসিটিভি ক্যামেরা, ২০টি ড্রোন ক্যামেরা রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন ড্রোন ক্যামেরার ছবি স্ক্যান করে সময় মতো পাঠিয়ে দেন নির্দিষ্ট জায়গায়। তা হলে সেই মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

মেলায় আসার জন্য মোট ২,২৫০টি সরকারি বাস, ৫০০টি বেসরকারি বাসের ব্যবস্থা করেছে সরকার। রাখা হয়েছে ১০০টি লঞ্চ, ব্যবহার করা হবে ২১টি জেটি। ট্রাফিক পেট্রলিং-এর ব্যবস্থাও করা হয়েছে। আট নম্বর লক গেট থেক কচুবেড়িয়া পর্যন্ত ড্রেজিং-এর ব্যবস্থা করা হয়েছে।

থাকছে উন্নত পরিষেবা

মেলায় অগ্নিনির্বাপকের জন্য থাকছে উন্নত ব্যবস্থা। ১০টি ফায়ার স্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে। থাকছে ৫০টি দমকলের ইঞ্জিন। এছাড়াও ৫০টি মতো দমকল বাইক থাকছে। যারা সহজেই অল্প সময়ে নির্দিষ্ট স্থানে পোঁছে যেতে পারবে। এছাড়াও মেলায় তীর্থযাত্রীদের জন্য ৫০ লক্ষ জলের পাউচের ব্যবস্থা জনস্বাস্থ্য কারিগরি দফতর।এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন- মেলায় অন্যান্যবার ৫০ লক্ষের ও বেশি মানুষ আসেন। এবছর যদি ১০ লক্ষ মানুষও আসেন তাহলে আমাদের আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সারা বিশ্বে বিরল এই গঙ্গাসাগর মেলা যেখানে মানুষ জল পেরিয়ে আসে।

Published on: জানু ৪, ২০২১ @ ২১:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − 43 =