‘নেতাজি এক্সপ্রেস’ নামেই এখন থেকে পরিচিত হবে হাওড়া-কালকা মেল

Main দেশ ভ্রমণ রেল
শেয়ার করুন

Published on: জানু ২০, ২০২১ @ ২৩:৫০

এসপিটি নিউজ:  মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিবসকে এখন থেকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার কথা ঘোষণা করেছেন। আর সেই দিনই ভারতীয় রেল এক অভূতপূর্ব সিদ্ধান্ নিয়েছে। দেশের অন্যতম প্রাচীন রেল কালকা মেলের নাম ‘নেতাজি এক্সপ্রেস’ করার সিদ্ধান্ত নেয়। আজ বুধবার তারা তা দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে। রেলমন্ত্রী পীযূশ গোয়েল এ কথা ট্যুইট করে তা জানিয়েছেন।

পূর্ব রেল এক ট্যুইট বার্তায় জানিয়েছে- “নেতাজি সুভাষ চন্দ্র বোস -এর সাহস ও বীরত্ব আমাদের দেশকে বিদেশি শাসনের শৃঙ্খল থেকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নেতাজির জন্মতিথিতে ‘পরাক্রম দিবস’ উপলক্ষ্যে দেশের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবাকে শ্রদ্ধা জানাতে হাওড়া-কালকা মেল এখন নেতাজি এক্সপ্রেস হিসাবে পরিচিত হবে।”

নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মবার্ষিকীর মাত্র তিন দিন আগে, বুধবার ভারতীয় রেলপথ তার প্রাচীনতম ট্রেনটির নামকরণ করে, হাওড়া-কালকা মেলকে ‘নেতাজি এক্সপ্রেস’ করেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করেছেন, “নেতাজির ‘পরাক্রম’ (বীরত্ব) ভারতকে স্বাধীনতা ও উন্নয়নের অভিব্যক্তিতে ফেলেছে। আমি ‘নেতাজি এক্সপ্রেস’ প্রবর্তন করে তাঁর জন্মবার্ষিকী উদযাপন করতে পেরে আনন্দিত।”

উনিশ শতকে ভারতের অন্যতম প্রাথমিক বাণিজ্যিক যাত্রী ট্রেন পরিষেবা হিসাবে শুরু হওয়া, হাওড়া-কালকা মেল ভারতীয় রেলওয়ে পরিচালিত প্রাচীনতম এবং বিখ্যাত ট্রেনগুলির মধ্যে একটি। এটি দেশের রাজধানী হয়ে হাওড়া (পূর্ব রেলপথ) এবং কালকা (উত্তর রেলপথ) এর মধ্যে চলে।

রেলমন্ত্রক বলেছে- “ভারতীয় রেলপথ 12311/12312 হাওড়া-কলকা এক্সপ্রেসকে ‘নেতাজি এক্সপ্রেস’ হিসাবে নামকরণের ঘোষণা করে খুশি। মঙ্গলবার (১৯ জানুয়ারি) ট্রেনটির নতুন নামকরণের আদেশ জারি করা হয়, যখন নরেন্দ্র মোদি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রতিবছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নেয়।

Published on: জানু ২০, ২০২১ @ ২৩:৫০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =