এসপিটি নিউজ, সবং-ভোট শেষ হতেই বৃহস্পতিবার সবং-এ মানস ভুঁইয়ার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণ্মূল কংগ্রেস জানিয়ে দিল সবং-এর মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিরোধীদের প্রত্যাখ্যান করেছে। যারা সারা বছর মানুষের কথা ভাবে মানুষের কথা বলে মানুষের পাশে থেকে তাদের উন্নয়ন ঘটায় মানুষ তাদের পক্ষেই রায় দিয়েছে। বিরোধীদের এক হাত নিয়ে সাংসদ মানস ভুঁইয়া ক্ষোভের সঙ্গে বলেন, যারা ৩৪ বছর ধরে সবং, পিংলার ২৭জনকে খুন করেছে তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তিনি বলেন, বাইরে থেকে ভাড়া করা লোক নিয়ে এসেও কিছু করতে পারল না বিজেপি। পারল না কংগ্রেসের জগাই-মাধাইও।সবং বুঝিয়ে দিল তারা আছে তৃণমূলের সঙ্গেই।
সবং বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে মানসবাবুর চেয়ে বেশি ভোটে জয়ী হবেন গীতারানী ভুঁইয়া। এমনটাই মনে করছে পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব। বৃহস্পতিবার সবং কেন্দ্রের উপ-নির্বাচন শেষ হওয়ার পর সবং-এ মানস ভুঁইয়ার কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি, রাজ্যের ম্নত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভুঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি সহ প্রার্থী গীতারানী ভুঁইয়া।
সেখানে তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, সবং ও পিংলার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করায় তাদের ধন্যবাদ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ মুগ্ধ হয়ে সবং-এর উপ-নির্বাচনে মানুষ অংশ নিয়েছে। সিপিএম, কংগ্রেস, বিজেপি এজেন্ট দেওয়ার লোক খুঁজে পায়নি। অথচ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তবে তাদের আনা একটি অভিযোগও সত্যি বলে প্রমাণিত হয়নি।বিজেপি বাইরে থেকে লোক এনে এলাকায় সন্ত্রাস করার চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে তা সফল হয়নি। তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে উন্নয়ন, সংগ্রাম, আন্দোলনে রয়েছে। তাই সবং ও পিংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে তাদের মতামত দিয়েছে।২০১৬ সালে মানস ভুঁইয়া ৫০ হাজার ভোটে জিতেছিলেন। এবার তাঁর স্ত্রী তৃণমূল কংগ্রেস অরার্থী গীতারানী ভুঁইয়া তার চেয়েও অনেক বেশী ভোটে জিতে মানসবাবুকে হারাবেন। অজিতবাবু আরো বলেন, সবং ও পিংলার মানুষ বাসি-পচা কাবার খায় নি। ইয়াই বিজেপি-র গেরুয়াধারীদের প্রত্যাখ্যান করেছে।
মানসবাবু বলেন, বিজেপি ভাড়া করা লোক নিয়ে এসে বাজিমাত করার চেষ্টা করেছিল। কিন্তু সবং ও পিংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। খয়িষ্ণু কংগ্রেসের জগাই-মাধাই অধীর-মান্নান অনেক চেষ্টা করেও কিছুই করতে পারল না। ৩৪ বছরে যারা সবং-এ ২৭জন-কে খুন করেছে তাদের সবং প্রত্যাখ্যান করে উপযুকত জবাব দিয়েছে। যা, আগামী ২৪ ডিসেম্বর বাংলার মানুষ জানতে পারবেন।