নতূন জেলায় প্রথম সফর- মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে কিভাবে সেজে উঠেছে কাঁকসা, দেখে নিন

Main দেশ রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বেবী সরকার

এসপিটি নিউজ, কাঁকসাঃ ক্ষমতায় আসার পর থেকে যে গতিতে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্যিই নজর কাড়ার মতো। একের পর এক নতুন জেলা গঠন করে তিনি উন্নয়নের কাজকে ত্বরান্বিত করে চলেছেন। সেই মতোই গঠিত হয়েছে বর্ধমান জেলাকে ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা।আজ সেই নতূন পশ্চিম বর্ধমান জেলায় প্রথম সফর করতে আসছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাঁর এই সফরকে ঘিরে নতূন সাজে সেজে উঠেছে কাঁকসার বনকাঠি পঞ্চায়েতের অন্তর্ভুক্ত রঘুনাথপুর ফুটবল ময়দান।কাঁকসার এই ময়দান থেকেই মুখ্যমন্ত্রী আসানসোল ও দুর্গাপুরকে নিয়ে নবগঠিত পশ্চিম বর্ধমান জেলার ১৪টি প্রকল্পের উদ্বোধন করবেন এবং ৩২ টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন।একই সঙ্গে সরকারি প্রকল্প,যেমন- কন্যাশ্রী,সবুজসাথি, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের এই মঞ্চেই সুবিধা প্রদান করবেন খোদ মুখ্যমন্ত্রী।

এখন প্রশ্ন উঠতেই পারে কেন কাঁকসার এই রঘুনাথপুরকেই বাছলেন মুখ্যমন্ত্রী? তাঁর কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন।আর সে দিকে তাকিয়েই শহর আসানসোল বা দুর্গাপুরে নয় পশ্চিম বর্ধমান জেলার প্রথম প্রশাসনিক বৈঠক হতে চলেছে কাঁকসাতেই।এ ছাড়াও কাঁকসার এই এলাকা আদিবাসী সম্প্রদায়ভুক্তদের এলাকা।এই জঙ্গলমহলের প্রতি বিগত বাম সরকারের উপেক্ষার অভিযোগ বারবার উঠেছে।কাঁকসার শাল-পিয়াল-এর এই জঙ্গলমহলের মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই আদিবাসী সম্প্রদায়ও মুখ্যমন্ত্রীর বড় প্রিয়। এখানে এলে তাদের সঙ্গেও দেখা হবে তাঁর। পাহাড়ে গেলে যেমন পাহাড়ি মানুষরা মুখ্যমন্ত্রীকে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে ঠিক তেমনই জঙ্গলমহলের মানুষও তাঁর সফরের অপেক্ষায় বসে আছে। তাই এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী যে প্রকল্প গুলি উদ্বোধন করবেন এবং যে যে প্রকল্পের শিলান্যাস করবেন সেই কাজগুলির সিংহভাগ কাজ আসানসোল ও দুর্গাপুর শহরের।এই কাজে প্রাধান্য পেয়েছে রাস্তাঘাট-এর সার্বিক উন্নয়ন,রাস্তায় আলোকীকরণ। কাঁকসাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সোমবার পঞ্চায়েত নির্বাচনের আগে আরও কি কি প্রকল্পের কথা ঘোষণা করেন তার দিকে তাকিয়ে জেলার মানুষ।দুর্গাপুর-ফরিদপুর,পান্ডবেশ্বর,অন্ডাল এবং কাঁকসা দুর্গাপুরের এই ৪ টি ব্লক এবং আসানসোল এর মোট ৪ টি অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার এই ৮ টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সাফল্য এখন দলীয় নেতা নেত্রীদের কাছে পাখির চোখ।আর তাই রাত পোহালে কাঁকসায় মুখ্যমন্ত্রীকে “”কল্পতরু””হতে দেখা যায় কিনা তার দিকেই তাকিয়ে রাজনৈতিকমহল।

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 + = 77