
সংবাদদাতা-বাপ্পা মন্ডল
ছবি-বাপন ঘোষ
Published on: মার্চ ১৮, ২০১৯ @ ২১:২৯
এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৮ মার্চঃ বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল বলেছিলেন-গরমে পরিশ্রান্ত হয়ে গেলে তাদের নকুল দানা দিয়ে জল খাওয়াবেন।আর বিজেপি নেতা সায়ন্তন বসু কেন্দ্রীয় বাহিনী আর কর্মীদের হাতে নুন তুলে দেওয়ার নিদান দিলেন। আর বললেন-“গুন্ডা বদমাইশদের যখন রাস্তায় ফেলে পেটানো হবে তখন তাদের গায়ে নুন ছিটিয়ে দেবে বিজেপি কর্মীরা।”
পুলিশ সুপাররা তৃণমূলের পা-চাটা বললেন সায়ন্তন
১) সাম্প্রতিককালে কয়েকটি ঘটনাকে সামনে রেখে সায়ন্তন বসু মনে করছেন যে এ রাজ্যে পুলিশ আধিকারিকদের অনেকেই দলদাসে পরিণত হয়েছে। তারা কিছুই করতে পারেন না।তাদের করতে দেওয়া হয় না। ইচ্ছা থাকলেও সেইসব জেলার পুলিশ সুপাররা শাসক দলের কথা মতো কাজ করেন।এই প্রসঙ্গ টেনে তিনি বলেন-” পশ্চিমবঙ্গের পুলিশ সুপারদের কোন মূল্য নেই, সবাই তৃণমূলের পা-চাটা।”
প্রসঙ্গ-ভারতী ঘোষ ও অর্জুন সিং
১) সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া ভারতী ঘোষ, অর্জুন সিংকে নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছে বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর দাবি- তৃনমুলের নির্দেশেই ভারতী ঘোষ কিংবা অর্জুন সিং অত্যাচার করেছে। পাল্টা পশ্চিম মেদিনীপুরের জেলা যুব তৃণমূল সভাপতি রমাপ্রসাদ গিরির দাবি- ভারতী ঘোষ সহ অন্যান্যরা দলের অবস্থান খারাপ করার চেষ্টা করছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন, বিজেপি তাদেরকেই আশ্রয় দিয়েছে।
সায়ন্তনের “নুন” প্রসঙ্গে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল
১) বিজেপির নুন ছিটানোর নিদান প্রসঙ্গে তৃণমূলের জেলা যুব সভাপতির দাবি, তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্ব বারবার দাবি করেছে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। সায়ন্তন বসুর মন্তব্যে সেটা আরও পরিষ্কার হয়ে গেল। তাই গোটা বিষয়টি এবার তারা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবেন বলে জানান আনার জেলা যুব তৃণমূল সভাপতি রমাপ্রসাদ গিরি।
Published on: মার্চ ১৮, ২০১৯ @ ২১:২৯