দেশের ১৪ আসনের উপ-নির্বাচনে ধরাশায়ী বিজেপি, শুরু হয়ে গেল গৃহবিবাদ

দেশ
শেয়ার করুন

Published on: মে ৩১, ২০১৮ @ ১৫:৫৯

এসপিটি নিউজ ডেস্কঃ আজ দেশের মোট ১৪টি উপ-নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। ইতিমধ্যে অধিকাংশ আসনের ফল প্রকাশও হয়ে গেছে। যে কটি বাকি তার ফলের সম্ভাবনাও জানা গেছে। যা ছবি ধরা পড়েছে তাতে চারটি লোকসভা আসনের মধ্যে মাত্র একটি লোকসভা আসনের উপ-নির্বাচনে বিজেপি তাদের জয় ছিনিয়ে নিতে পেরেছে বাকি তিনটিতেই তারা পিছিয়ে আছে অনেক। তেমনই ছবি ১০টি বিধানসভার উপ-নির্বাচনেও। সেখানেও কিন্তু একটি আসনেও তারা জয় ছিনিয়ে নিতে পারেনি। ইতিমধ্যে জোকিহাট বিধানসভা আসনে নীতিশ কুমারের দল জেডিইউ যেভাবে হেরেছে তাতে তার দল এজন্য তোপ দেগেছে বিজেপির বিরুদ্ধে।

এদিকে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্রে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পর আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীও তোপ দেগেছেন। “আমি সেই সব মানুষের কাছে দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমাদের সমর্থন জানিয়েছে। অখিলেশজি, মায়াবতীজী, রাহুলজী, সোনিয়াজী, সিপিএম, আপনারা সকলে সহ অন্যরা।জিন্না হারা, গন্না জেতা।” কৈরানা লোকসভা আসনে উপ-নির্বাচনে এগিয়ে থাকার পর সাংবাদিক সম্মেলনে আর এল ডি নেতা জয়ন্ত চৌধুরী।বিজেপির মৃগাঙ্ক সিং-কে ৪৯,৪৪৯ ভোটে হারিয়ে সবচেয়ে বড় কিস্তি মাত করেছে বিরোধিরা। জয়ী হয়েছে আরএলডি-র তবসুম হাসন ঠিকই তবে এই জয় আদতে কিন্তু অখিলেশ যাদব, মায়াবতীর।

জয়ন্তর মতো একই সুর ধরা পড়েছে লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের গলায়। তিনিও বিজেপির সযোগী দল আর জেডির বিরুদ্ধে তোপ দেগে বলেন-“জেডিইউ যতগুলি ভোট পেয়েছে তা আমাদের জয়ের ব্যবধানের ভোটের চেয়েও কম। বিহারের মানুষ নীতিশ কুমার যেভাবে ইউটার্ন নিয়েছে তার বদলা নেওয়ার জন্যই মানুষ ঘুরে দাঁড়িয়েছে।” বিহারের জোকিহাট বিধানসভা আসনে আরজেডি-র জয়ের খবর আসার পর এই মন্তব্য করেন তেজস্বী যাদব।তিনি আরও বলেন, “এটা অবসরবাদের পর লালুবাদের বিজয়।”

লোকসভা

উত্তরপ্রদেশঃ কৈরানা লোকসভা আসনে তবসুম হাসান ৪৯,৪৪৯ ভোটে বিজেপির মৃগাঙ্ক সিং-কে পরাজিত করেছে। এখানে বিরোধী সব দল এক জোট হয়ে আরএলডি প্রার্থী তবসুমকে সমর্থন করেছিল। যার মধ্যে ছিল সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, আম আদমি পার্টি, কংগ্রেস সহ সমস্ত বিজেপি বিরোধী দল।

মহারাষ্ট্রঃ গোন্দিয়া-ভান্ডারা লোকসভা আসনের উপ-নির্বাচনেও বিজেপি প্রার্থী হেমন্ত প্যাটেল ১২,৩৫২ ভোটে পিছিয়ে আছে। এখানেও এনসিপি পার্টির প্রার্থী মধুকর কুকড়ে ১,৬২,২৮৭টি ভোট পেয়েছেন। সেখানে বিজেপির হেমন্ত পেয়েছেন ১,৪৯,৯৩৫টি ভোট।

পালঘর লোকসভা আসনের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী তাদের এনডিএ সঙ্গী শিবিসেনাকে ২৯ হাজার ভোটে পরাস্ত করে।

নাগাল্যান্ডঃ  বিজেপি সমর্থিত ন্যাশনাল ডেমোক্রাটিক প্রোগ্রেসিভ পার্টি কংগ্রেসকে ১,৭৩,৭৪৬ ভোটে পরাজিত করেছে।

বিধানসভা

উত্তরপ্রদেশঃ নুরপুর বিধানসভা আসনে উপ-নির্বাচনে সমাজবাদী পার্টির নইমুল হাসান ৬,২১১ ভোটে পরাজিত করেছে বিজেপির অবনি সিং-কে। এটা বিজেপির জেতা আসন ছিল। সপা এবারই প্রথম এখানে খাতা খুলল।

বিহারঃ জোকিহাট বিধানসভা উপ-নির্বাচনে আরজেডি প্রার্থী শাহনওয়াজ আলম জেডিইউ প্রার্থী মুর্শিদ আলমকে ৪১,২২৪ ভোটে পরাজিত করেন।জেডিইউ প্রার্থী পেয়েছেন মাত্র ৪০,০১৬টি ভোট।

উত্তরাখণ্ডঃ থরালী বিধানসভা উপ-নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী মুন্নি দেবী ১৮৭২ ভোটে জয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন কংগ্রেস প্রার্থীকে।

কেরলঃ কেরালায় চেগন্নুর বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হয়েছেন সিপিএম প্রার্থী এস চেরিয়া। তিনি কংগ্রেস প্রার্থীকে ২০,৯৫৬ ভোটে পরাজিত করেছেন।

ঝাড়খণ্ডঃ সিল্লি বিধানসভা উপ-নির্বাচনে জয়ী জেএমএম প্রার্থী সীমা মাহাতো জয়ী হয়েছেন।

গোমিয়া বিধানসভা আসনের উপ-নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ২০০০ ভোটে জয়ী হন।

পাঞ্জাবঃ শাহকোট বিধানসভা উপ-নির্বাচনে জয়ী কংগ্রেস হরদেব সিং লাড়ি আকালি দলের প্রার্থীকে ৩৮,৮০২ ভোটে পরাজিত করেছেন।

পশ্চিমবঙ্গঃ পশ্চিমবঙ্গে মহেশতলা বিধানসভা উপ-নির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের দুলাল চন্দ্র দাস বিজেপি প্রার্থীকে ৬২,৮৯৬ভোটে পরাজিত করেন।

মেঘালয়ঃ মেঘালয়ের আম্পাতি বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমার কন্যা মিয়ানি ডি শিরা।তিনি ৩,১৯১ ভোটে জয়ী হন।

কর্ণাটকঃ কর্ণাটকের রাজেশ্বরী নগর বিধানসভা উপ-নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস।তাদের প্রার্থী মুনিরথন জয়ী হয়েছেন ২৫,৪৯২ ভোটে।

ছবি(এএনআই)- সাংবাদিক সম্মেলনে আরজেডি নেতা তেজস্বী যাদব ও আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী

Published on: মে ৩১, ২০১৮ @ ১৫:৫৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

72 − = 65