
সংবাদদাতা– বাপ্পা মণ্ডল ছবি-বাপন ঘোষ
Published on: ডিসে ৫, ২০১৮ @ ২৩:৪৬
এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ৫ ডিসেম্বরঃ কয়েকদিন আগেই ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমক খেয়েছিলেন ঝাড়গ্রামের তৃণমূল সাংসদ ডা. ঊমা সোরেন। কিছু বলতে গেলে মুখ্যমন্ত্রী তাকে বসিয়ে দিয়ে বলেছিলেন-মানুষের কাছে যাও। জনসংযোগ বাড়াও। মানুষের কথা শোনো। কোনও কথা শুনতে চাই না। নেত্রীর সেই নির্দেশ মেনেই বুধবার ঝাড়গ্রামে জনসংযোগ রক্ষা করতে জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন সাংসদ ডা. ঊমা সোরেন।
বুধবার থেকেই শুরু হল ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের। ধামসা বাজিয়ে উৎসবের সূচনা করেন সাংসদ নিজে। সাংসদ ডা. ঊমা সোরেন বলেন, ‘হারিয়ে যাওয়া লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই জঙ্গলমহল উৎসবের আয়োজন করা হয়েছে। তিনি ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা পার্কে অনুষ্ঠিত এই উৎসবে ঝাড়গ্রামের সমস্ত মানুষকে সামিল হতে আহ্বান জানান।
জঙ্গলমহল উৎসবে আদিবাসী নাচ-গান, ঝুমুর গান, পাতা নাচ, ছৌ-নাচ, করম নাচ সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Published on: ডিসে ৫, ২০১৮ @ ২৩:৪৬