দক্ষিণ পূর্ব রেলের প্রথম মহিলা প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হলেন জয়া ভার্মা সিনহা

রাজ্য রেল
শেয়ার করুন

Published on: মার্চ ৭, ২০১৮ @ ১৮:২৩

এসপিটি নিউজ, হাওড়া, ৭ ফেব্রুয়ারিঃ নারীদিবসের ঠিক আগের দিন দক্ষিণ পূর্ব রেল একজন মহিলাকে গুরু দায়িত্ব অর্পন করে সম্মানিত করল। শ্রীমতি জয়া ভার্মা সিনহা দক্ষিণ পূর্ব রেলের প্রথম মহিলা প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার হিসাবে বুধবার তার দায়িত্ব গ্রহণ করলেন।

এর আগে তিনি দক্ষিণ পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কর্মাশিয়াল ম্যানেজার হিসাবে দায়িত্ব সামলেছেন। ভারতীয় রেলের মোট পণ্য পরিবহনের ১৩.৫% পরিবহন করে থাকে দক্ষিন পূর্ব রেল। সেই দক্ষিণ পূর্ব রেলের তিনিই প্রথম মহিলা যিনি এই গুরু দায়িত্ব সামলাবেন।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়া ভার্মা সিনহা ১৯৮৮ সালে ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে যোগ দেন।তিনি ৪ বছর ভারতীয় হাই কমিশনের রেলওয়ে পরামর্শদাতা হিসাবে ঢাকায় দায়িত্ব সামলেছেন। তার সময়েই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেসের সূচনা হয়েছিল।

শ্রীমতি জয়া ভার্মা সিনহা এর আগে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে ডিভিশনাল ম্যানেজার ও  দক্ষিন পূর্ব রেলের সিনিয়ার ডেপুটি ম্যানেজারের পাশাপাশি চিফ ভিজিল্যান্স অফিসার হিসাবে দায়িত্ব সামলেছেন।

Published on: মার্চ ৭, ২০১৮ @ ১৮:২৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

87 + = 92